আমাদের কথা খুঁজে নিন

   

আমার কম্পিউটার security tool protect your pc ভাইরাসে আক্রান্ত

মন আর মানসিকতায় মহাপুরুষ হতে পারিনি। তবে মহাপুরুষদের অনূকরনের চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত

আজ সকাল থেকে আমার কম্পিউটার security tool protect your pc ভাইরাসে আক্রান্ত। কোন সফটওয়্যার ইনস্টল করতে পারতেছিনা। যে কোন পোগ্রামে ঢুকতে হচ্ছে অনেক কষ্ট করে। ভাইরাস মুছতে উইন্ডোজ নতুন করে ইনস্টল করতে চেয়েছিলাম।

তাও করতে পারতেছিনা। জুম কানেকশানে নেটেও ঢুকলাম খুব কষ্ট করে। security tool protect your pc একটিভ করতে বলতেছে। কিন্তু তা করতে গেলে ক্রেডিট কার্ড নাম্বার চাচ্ছে। যখন এ লেখাটি লিখছি তখনও security tool protect your pc উইন্ডোটি ডেস্কটপে ভেসে আছে।

যা লিখতেছি তা না দেখেই লিখতেছি। কোন ভুল থাকলে ক্ষমাতো করবেনই সাথে security tool protect your pc এ ভাইরাস থেকে মুক্তির উপায় টা বাতলে দিবেন কারো জানা থাকলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.