আমাদের কথা খুঁজে নিন

   

জানো কি? কি করে স্বদেশ হারায়? কিভাবে তুমি? কি ভাবেই আমি পরবাসী?

যখন তুমি ঘুমিয়ে রবে হাত বাড়িয়ে তোমায় ছোঁবো..আমি তোমার স্বপ্নে দেখা মেঘবালিকার স্পর্শ হবো
ক্রিসমাস ইভ কি কালকে ছিলো? নাকি আজকে? গোটা অফিস ছুটিতে... আমি রাতে একলা বসে কাজ করার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ বেশ আরামেই করেছি কাজ... তারপরে একলা থাকলে যা হয় আমার, মন খারাপের ভূতটা একটু তাড়া করে বেড়াচ্ছিলো... আমি একলা থাকতে আসলে একটুও পছন্দ করিনা, কিন্তু ব্যাপারটা এইরকম ছিলোনা কখনও. গত তিনটে বছর আমাকে বেমালুম পাল্টে দিয়েছে। আসলে ওইরকম একলা আমি কখনও ছিলাম না... শুধু নিজের জন্যে বাঁচবার চেষ্টা আমি কখনও করি নাই... এইটারে একটা চ্যালেঞ্জ হিসেবে নিসি আমি, জানিনা আর কেউ ঠিকঠাক পারসে কি পারে নাই... আমার পারত তো সমস্যা নাই। আমি ক্রিসমাস পালন করি নাই, সেই দু:খে মারা যাবো এমনও না, আমগো দেশে ক্রিসমাস তো অনেক দামী লোকদের ব্যাপার কিংবা যারা আসলেই ক্রিসমাস পালন করে তাদের ব্যাপার। আমার ক্রিসমাস ... বই এ কিংবা মুভিতে দেখা ক্রিসমাস। এইবার প্রথম আমি ক্রিসমাস যেইখানে আসলেই উতসব তাদের এইখানে আছি, কিন্তু আই অ্যাম হোম অ্যালোন অন ক্রিসমাস। লন্ডনে থাকলে যে অনেক কিছু হইতো এমনও না, তবে বেশ কিছু বন্ধুদের আড্ডায় দাওয়াত ছিলো, আর আমার স্ট্রেস রিলিভার হিসাবে রান্না-বান্না ছিলো এজ ইউজুয়াল। শুধু নিজের জন্য রানতে আমার একেবারেই ভালো লাগেনা... এইখানে আসা অবদি কিছুই রান্ধি নাই। যাউগ্গা ... ব্যাপার না। আবার কামে ফিরত যাই, আজকে ছুটি, কিন্তু আমার নিজের টার্গেট সেটিং এ আজকে আমার আপডেট পাঠানো'র দিন... তাই এখন দৌড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।