ব্লগ যেনো আদতেই ব্লগ থাকে এই আশাতে আছি
-------------------------------------------------------
-------------------------------------------------------
-------------------------------------------------------
-------------------------------------------------------
-------------------------------------------------------
আমি আমার বক্তব্যে কোন ভার্সিটির নাম উল্লেখ করবোনা। তবে প্রেক্ষাপট বাংলাদেশ।
ধরেন আপনি একজন ভার্সিটির শিক্ষক(ফুলটাইম)। মোটামুটি এন্ট্রি লেভেলে মানে লেকচারার হিসেবে আছেন। আপনি প্রতি সেমিস্টারে গড়ে ১৮ ক্রেডিট করে ক্লাস পান।
মানে ধরতে পারেন ৩ ক্রেডিটের একটা থিওরি কোর্স দুই সেকশন হিসেবে মানে ৬ ঘন্টা। সপ্তাহে দুই সেকসনের প্রত্যেককে ৩ ঘন্টা করে সময় দিতে হয় এমন দুইটা ল্যাব মানে ১২ ঘন্টা। ধরেন বছরে এরকম ২ টা সেমিস্টার আছে। তাতে একটা একাডেমিক ইয়ার শেষ হয়।
কিন্তু এতে আপনার কাজ শেষ হয়না।
কেননা,আপনি আপনার বিভাগীয় প্রধান দ্বারা অর্পিত যেকোন কাজ করতে বাধ্য। তাই,আপনাকে প্রত্যেক সেমিস্টারে টিচিং লোড বা রুটিনের কাজ করতে হয়। ক্লাস রুমের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা,ইন্টার ডিপার্টমেন্টাল কোর্স গুলা কোন কনফ্লিক্ট ছাড়া ঠিক ভাবে ফেলা,প্রত্যেক শিক্ষকের কাছ থেকে রুটিনের চয়েস নেয়া আপনারই দায়িত্ব। এছাড়া এনুয়াল স্পোর্টসেও আপনার কাজ আছে টাইম জাজ হিসেবে কিংবা আন্ত: বিভাগীয় ক্রিকেট,ফুটবল,ভলিবলে টিম মেনেজার হিসেবে। এছাড়া যেকোন মেজর ফাংশনেই আপনি কোন না কোন কমিটির আওতাতে কোন না কোন কাজ করবেন,যেটা আপনি অবশ্যই ফ্যাকাল্টি হিসেবে খুব আনন্দ নিয়ে করবেননা এটা নিশ্চিত ভাবে বলতে পারি।
এছাড়া ধরেন আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সময় কোন স্টুডেন্ট গ্রুপকে সাথে করে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। এবং অবশ্যই এডমিশন কমিটির কাজ। অর্থাত আপনাকে ভর্তি প্রার্থীদের ফর্ম,মার্কশীট ইভালুয়েশন করতে হবে। ডাটা এন্ট্রি করতে হবে। এছাড়া আরো এই টাইপের কাজ আপনাকে করতে হতে পারে।
এছাড়া আপনার পড়বে ডিপার্টমেন্ট আয়েজিত ওয়ার্কশপের সব লেখার কিংবা প্রসিডিং এর ফরমেটিং ঠিক করার দায়িত্ব।
ধরেন,এ দায়িত্ব পালনের পর মাস শেষে আপনি যা পান তাতে আপনি সন্তুষ্ট বা চাইলে চাকরির শুরুর দিকে বিয়ে করার চিন্তা ও করতে পারেন। তবে আপনি ফুল টাইম হলে ও আপনার জবটি কন্ট্রাকচুয়াল,মানে প্রত্যেক বছর পরে কন্ট্রাক্ট নবায়ন হবে আপনার টিচিং এবং ঐসব করণিক কাজে অংশগ্রহণে স্বাফল্য আপনার বিভাগীয় প্রধান ও ভিসি দ্বারা মূল্যায়ন এর পরে।
আমি কোন উপসংহার দিবনা। এখন আপনারা বলেন এইটা টিচিং এর জন্য বিডির প্রেক্ষিতে কেমন পরিবেশ?বাইরের সাথে তুলনা করা উচিত হবেনা;কেননা ঐখানে লেকচারার হতেই পিএইচডি করতে হয় আর ইউনির জন্য তাদের তো ফান্ড আনার ব্যাপার আছেই।
আমি খুব খুশি হব যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় আছেন কিংবা দেশের ভিতরে বাইরে উচ্চতর শিক্ষায় আছেন,তারা যদি তাদের মূল্যবান মতামত দেন।
সবাইকে ধন্যবাদ পড়ার জন্য।
উল্লেখ্য, প্রথমবার পোস্টের সময় ওয়াচে থাকায় এই রিপোস্ট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।