আমি যেন এক মেঘ হরকরা
সমুদ্র িক্লশে মনে হয়, ব্যবহৃত ব্যবহৃত;
এ যাত্রা পাহাড়ে চলো
এই মন্ত্র বেজে উঠলো যানযটের মধ্যপ্রদেশে
বিকেল সাড়ে পাঁচটায়।
কিছু পরে খোলা হাওয়ায়
মন্ত্রের মুখোশ ফুঁড়ে বেরিয়ে এলো
দূরতমা ঝরণার গান।
সড়কদ্বীপের চকচকে ফোয়ারার উপহাস
রং করা বুটজুতো-পরা বৃরে সারি
অযান্ত্রিক-প্রায় সরীসৃপ-যানযট
ঊর্ধশ্বাস-হাজিরার ক্ষমাহীন পরিসরগুলো
উপোয় ঝাপসা;
পাহাড় ডাকছে এবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।