ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
পৃথিবীতে ভালো মানুষ হয়ে বেঁচে থাকাটাই হচ্ছে সবচাইতে আনন্দের বিষয়। কিন্তু পৃথিবীতে ভালো মানুষের বড় বেশী অভাব। ভালো মানুষের সংখ্যা যদিও কম তবুও নিজেকে ভালো মানুষ হিসেবে দাবি করার মাঝেও এক অন্যরকম আনন্দের, অন্যরকম শান্তির গুপ্ত সন্ধান লুকিয়ে রয়েছে। প্রতিদিন অন্তত পাঁচবার বলুন আমি একজন ভালো মানুষ। দেখবেন একদিন সত্যি সত্যি আপনি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে আবিষ্কার করেছেন। নিজের ভিতরে এক অদ্ভুত শান্তির রহস্যময় খনি আবিষ্কার করে ফেলেছেন। তখন আর কোন প্রকার জাগতিক দুঃখই আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি হয়ে উঠবেন সাদা মনের একজন সত্যিকারের ভালো মানুষ, বিশুদ্ধ মানুষ। আসুন নিজের বিশুদ্ধতায় বিশুদ্ধ করে তুলি নিজেকে, পরিবারকে, সমাজকে, দেশকে এবং সর্বোপরি সারা পৃথিবীকে, সারা পৃথিবীর মানুষগুলোকে............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।