আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে রাখবেন আপনার টুইটারের ব্যাকআপ



টুইটার এখন জনপ্রিয়তার শীর্ষে । আমাদের দেশের ও অনেকেই নিয়মীত টুইটার ব্যবহার করেন । আপনি চাইলে আপনার করা টুইটগুলোর ব্যাকআপ নিজের কাছে রেখে দিতে পারেন । এর জন্য অনেক টুল পাওয়া যায় , আজ দুটি টুলের কথা বলব । একটি অনলাইন টুল ও একটি ডেস্কটপ টুল ।

অনলাইন টুল ____________ Tweetake: টুইটার ব্যাকআপ এর জন্য এটা অন্যতম শ্রেষ্ট অনলাইন টুল । সাইটিতে যেয়ে আপনার ইউজার নেম, পাসওর্য়াড দিয়ে যে তথ্য ( Followers, Following, বা সব কিছু) নামাতে চান তা সিলেক্ট করুন তারপর Get'em চাপুন । ব্যস কিছুক্ষনে মধ্যেই এক্সেল ফাইলে পেয়ে যাবেন আপনার কাংখিত তথ্য । সাইটির লিংক ডেস্কটপ টুল_____________ TwitterBackup: এটি একটি জাভা বেসড টুল । অর্থাৎ এটি চালাতে পিসিতে জাভা থাকা আব্যশক ।

টুলটি নামিয়ে ইউজার নেম, পাসওর্য়াড, ফাইল নেম দিয়ে দিলে এটি আপনার তথ্য xml আকারে সেভ করে দিবে । ডাউনলোড এগুলো সবই থার্ড পার্টি টুল । তাই নিরাপত্তার বিষয়টি ভেবে তারপর অগ্রসর হোন । আরো পড়তে পারেন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.