আমাদের কথা খুঁজে নিন

   

তোমার মন্দিরে ঠাঁই দাও মেয়ে

সামুদ্রিক বিভ্রম

তোমার মন্দিরে ঠাঁই দাও মেয়ে ঘুমে ভেঙ্গেই দেখি উদ্বাস্তু আমি তুমি হৃদয়ের উন্মুল ধর্ম বোঝ তোমার বেদীমুলে প্রতিষ্ঠা দাও এমন রোদের দিনে মোমের মতোন মেঘ করে আছ কেন আমার ঠাঁই নাই সুষম টাকশালে দক্ষিণমুখী ফ্ল্যাটের নিকষ অন্দরে জনমুখর মহল্লার বিছানা চাদোরে উন্মুল হৃদয়ের ধর্ম বোঝ জাগো অরণ্যে অঝোর আমাকে ঠাঁই দাও চুলের আদোরে তোমার সাজানো বারান্দায় ফোঁটা স্বল্পানীল অর্কিডের বাহারি টবে মেয়ে, মেঘ করে আছ এমন রোদের দিনে উন্মুল স্বপ্নের দিন শেষ হয়ে যাবে টবের ফুলগুলো সব আরো হবে নীল চুলের অরণ্যে এখনো জাগছে প্রণয় চোখের গভীরে দেখ জমা আছে জল তোমার জলের মন্দিরে ঠাঁই দাও মেয়ে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.