কয়েকটা জোনাক এসে ছড়িয়ে যায় আলোর প্রভা
কয়েকটি গোলাপ , ঠিক সূর্যের মুখোমুখি তাকিয়ে
পড়ে রঙের নামতা । কয়েকটা শব্দ ,কবিতার খাতা
হাতে সারে পাঠের স্বাধিকার ,একটি পাতাকার ছায়ায়।
বারান্দায় দাঁড়িয়ে সেই কবিতার আবৃত্তি শোনেন একজন
ধ্বনিপুত্র । এক পশলা বৃষ্টির মায়ায় ঘিরে থাকা বিশদ
সবুজ আর ধাতুর দরদে আঁকা মনের শিল্পকর্ম দেখে
লিখে রাখেন একটি জনপদের নাম ; একটি মৃত্তিকা প্রদেশ ।
একাত্তরের এক ভোরে এভাবেই এই ধানমন্ডির জানালা
একটি মুখ ধারণ করে হয়ে উঠেছিল , একটি রাষ্ট্রের প্রতিভূ ।
বাঙ্ময় রেখার আলো জ্বেলে একটি জাতি এগিয়েছিল প্রিয়
স্বাধীনতার দিকে , একটি শাণিত আঙুল দেখিয়েছিল
উচ্চকিত চন্দ্রের ঘর । আর মাটির আয়তন হয়ে উঠেছিল
বাঙালী মানসে ,বত্রিশ নম্বর ধানমন্ডির গর্বিত সিঁড়ি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।