আমাদের কথা খুঁজে নিন

   

সিমির জন্য আমাদের ভালোবাসার বাক্স ও ধানমন্ডির একটি পোস্টার

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

ধানমন্ডি লেকের কাছের দেয়াল,গাছে শোভা পাচ্ছে একটা পোস্টার।নির্বাচনের সাদাকালো পোস্টার দেখে দেখে রঙ্গিন পোস্টারের কথা ভুলতে বসেছিলাম।তাই ৪ রঙ্গা পোস্টার খানা দেখে থমকাই,সাথে আরো ২ বন্ধু।জীবনে কোন দিন এমন নিখুত ভাবে পোস্টার পড়িনি।এটা পড়ালাম।ভাবলাম,হাসলাম,কষ্ট পেলাম,আবার হাঁটা শুরু করলাম... হঠাত মনে পড়ে গেল বহু আগের নাটক "বার রকমের মানুষ" এর একটা ডাইলগ।যা সেসময় খুব জনপ্রিয় ছিল "কুকুর কে কুত্তা বলতে নেই,তাহলে তারা মাইন্ড করে" আমরাও একে আর কুত্তা বলার সাহস পেলাম না.. নিজের অজান্তেই একটা গ্লানি বোধ জন্মালো ভিতরে... এর একটু পর "ডাসে" গেলাম।সেখানে বিকাল থেকে আমাদের অসুস্থ "সিমির" জন্য চ্যারিরিটি কন্সার্ট হচ্ছিল। "বৃষ্টি দেখে অনেক কেঁদেছি...করেছি কত আর্তনাদ"...গানটা গাচ্ছিলেন সুমন দা... সিমির প্রতি আমাদের ভালোবাসার বাক্সটাতে ওর চিকিৎসার জন্য টাকা জমা পরছিল বিকাল থেকেই,আমি-আমার ফ্রেন্ড অংশ নিলাম তাতে। মুহুর্তেই ভেতরের চাপা ক্ষোভ কেটে গেল,নিজেকে আবার মানুষ ভেবে গর্ব করতে ইচ্ছা হলো... জানি আমাদের সবার ভালোবাসাতে এই সিমিরা সবাই না হলেও অনেকেই বেঁচে যাবে...সত্যিই তো মানুষ মানুষের জন্য...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।