আমাদের কথা খুঁজে নিন

   

খ্রিস্টান সম্প্রদায় ও মুসলিম সমাজের সামান্য সঙ্গতি ও অসঙ্গতি তুলে ধরেছেন fb টনি ডি সিলভা

I want to know about new thinks. বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের পথ চলা আমি দেখেছি ,শত শত বছর ধরে চলে আসা বাংলাদেশী সংস্কৃতির সাথে মিশে সব ধরনের মানুষের সাথে বন্ধন তৈরী করতে ,একটি শান্ত ,সুশৃঙ্খল , অসাম্প্রদায়িক ধর্ম হিসাবে মিশে আছে বাংলা দেশের সব প্রান্তে । ফাদার বেনজামি ডা কস্তাকে আমি দেখেছি , যার অবদান অনসিকার্য শিক্ষা ,সংকৃতি , অর্থনীতি , সমাজনীতিতে । নটরডেম কলেজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্টান হিসেবে দীর্ঘ দিন ধরে সেবা দিয়ে আসছে । বাংলাদেশের আরো অনেক নামকরা স্কোল কলেজ আছে যারা নিরলস ভাবে কাজ কাজ করে যাচ্ছে । এই সব প্রতিষ্ঠানে নেই কোনো দলবাজি ,ঘোষ , চাদাবাজি , অশিক্ষা , কুশিক্ষা যা আছে তা হলো সচ্ছতা , শিক্ষার সেরা মান আর একটি অসম্প্রদায়িক আদর্শ ।

যার ফলে কোনো বেপারে এসব প্রতিষ্ঠানের বিরোদ্ধে কোনো অবিযোগ নেই । ঠিক একই অবস্থা বৃটেনের মুসলিমদের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের । সব জায়গায়ই সেরা মান বজায়ে রেখে সেবা দিয়ে যাচ্ছে সকল কমনিটির মানুষদের । বৃটিনের অর্থনীতি , রাজনীতি ,সমাজনীতি সহ রাষ্টের সব জায়গায় সমান ভাবে অবদান রেখে যাচ্ছে মুসলিম কমিনিটির লোকজন । বিশ্বের প্রায় সব উন্নত দেশে বসবাসরত মসলমানগণ নিজেদের ধর্মীয় অনুশ্বাসন রক্ষাকরেই সমান তালে এগিয়ে যাচ্ছে সুন্দর আগামীর দিকে ।

কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের কথা চিন্তা করলে গা শিওরে উঠে । যেখানে মুসুলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানরা । নিজ দেশে অত্যাচার , অবিচার আর জুলুমের শিকার , একে অন্যকে বুমামের হত্যা করে বলছে জিহাদ । আমি মোহাম্মদের জীবনী স্টাডি করে দেখেছি কিভাবে তিনি শান্তির বাণী প্রচার করেছেন । আজকের বাংলাদেশ পাকিস্তান সহ অন্যন্য মুসলিম দেশের মানুষের ইসলামের সাথে প্রকিত ইসলামের মিল খুঁজে পাই না , আমি এই মহা মানবকে সম্মান করি বলেই তার বেপারে আমার আগ্রহ অনেক বেশি ।

ধর্ম ও বিশ্বাস মানুষকে মহৎ করে তুলে । আসুন আমরা নিজ নিজ সম্প্রদায় ও ধর্মের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরী করে একটি সুন্দর পৃথিবী গঠন করি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.