আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: পেয়েছি খুঁজে



লেখক: মফিজুর রহমান অতৃপ্ত আত্নার সাধ পেয়েছি খুঁজে, আমার বন্ধু মোহন, সফিক এর কুঠিরে। কী মায়া ভরা যাদু করেছে মোরে দান। যা ভাবনি তাই পেয়েছি সম্মান ক্ষণিকের মিলনে। নিজেকে বিলিয়ে পেয়েছি যাহা, তাহাই যেন জীবনের বড় সঞ্চয়। শুধু তাই নয় আরো ভাবী তাই, প্রতিটি মানবই যেন এমন বন্ধু খুঁজে পায়। দূরের আত্ত্বা অদূরে যখন, ঘনিয়ে এলো পাশে। মোবাইল ফোনে বলে ওরে, তোরা কই গেলিরে সবে। চুট্টু, বাবু, জামাল, শরিফ, আয় আয় দেখে যা বন্ধু মফিজ এসেছে মোর বাড়ী, মোর খুশির নেই সীমানা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.