নাস্তিকতা মানে কি ইসলাম বিরোধিতা ?
যারা নাস্তিক – এক হিসাবে দেখলে তারা হয়তো সত্যের সন্ধানে/খোজে গবেষনারত । একদিন হয়ত সত্যের সন্ধান পাবে ।
আমি যে নাস্তিকদের কথা বলছি- এই ব্লগে যা দেখি আর কি- নাস্তিকতা মানে ইসলাম বিরোধিতা ।
এরা শুধুমাত্র ইসলাম বিরোধিতায় লিপ্ত ।
আমি জানতে চাই ঃ-
(১)নাস্তিকতা মানে কি ইসলাম বিরোধিতা ?
(২) অন্য ধর্মের বিরোধিতা করে এদের কোনো লেখা আছে কিনা ?
(৩) এদের ‘Christian’, ‘Jews’- দের বিরোধিতা করে লেখার সাহস আছে কিনা ?
(৪) আমি আসলে জানতে চাই এরকম একচোখা লেখার কারন কি ?
(৫) বেশ কিছুদিন আগে ইসরাইলের এক গর্বিত বন্ধু শিরনামে একটি লেখা পড়েছিলাম এরকম কিছু নাকি ?
(৬) নাকি অন্য কিছু ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।