আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোর ভন্ডামি নং-৪।



সনাম ধন্য লেখক আনিসুল হক এনটিভির একটি অনুস্টানের সমালোচনা করে লিখেছে যে,এনটিভি আলোচনা করার নামে মুম্বাই ছবির প্রচার করছে। তার এই লেখার শিরোনাম হল:যমকে পথ চেনানো। জনাব আনিসুল বুঝতেই পারচেন না যে এনটিভির মুম্বাই তারকার সাক্ষাতকার পরিকল্পিত কি না?। কারন এনটিভি ও প্রথম আলো মাঝে মাঝে কাদা ছোড়াছুড়ি করতে পছন্দ করে। সন্দেহ নেই এনটিভির এই অনুস্টানটি পরিকল্পিত।

এই জন্য তারা হয়ত কিছু টাকা পেয়েও থাকতে পারে ঐ তারকার কাছ থেকে। ছবি এখন শুদু সিনেমাই মুক্তি দেওয়া হয়না সিডি বা ডিভিডিতেও মুক্তি দেওয়া হয়। কিন্তু যে ছবির প্রচার করছে বলে জনাব আনিসুল সমালোচনা করছে সেই ছবির প্রচার করলো প্রথমআলো। তাও আবার ছাপা হল আনিসুলের সমালোচনার টিক নিছে এবং আকরে আরো বড় করে। এখন প্রশ্ন হল যা প্রথম আলো করছে তা যদি অন্যায় না হয় অন্যরা যদি থা করে থা দোষের বা অন্যায় হবে কেন?এনটিভি যে কারনে মুম্বাই ছবির বিজ্ঞাপন প্রকাশ করছে টিক একই করনে প্রথম আলোও বিজ্ঞাপন প্রকাশ করলো।

আর তা হল টাকা কামানোর জন্যই। তাই এই নিয়ে সমালোচনা প্রকাশ করে তারা ভন্ডামির আরো একটি নজির স্তাপন করল প্রতিবেদন আকারে। সুত্র: প্রথমআলো,তারিখ ১১/১২/২০০৯। আনন্দ ক্রোড়পত্র।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.