প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
কম্বল মুড়ি দিয়ে পড়ছিলাম ঝিমিয়ে ঝিমিয়ে। পরীক্ষা। শীত। পুরো ধরা খাওয়া অবস্থা!!!!
হঠাৎ রাত বারোটায় হৈ হৈ করে সবগুলো ফ্রেন্ড রুমে ঢুকলো। সোজা আমাকে গেরিলা আক্রমণ!!!
চ্যাংদোলা করে শূন্যে তুলে যে যেভাবে পারে,পাঁচ মিনিট মারলো!!!
অপরাধ...এই বসবাসের অযোগ্য পৃথিবীতে জন্ম নিয়ে আমি দূষনের মাত্রা বাড়িয়েছি!!!
যত চিৎকার করেছি,,,তা দেয়ালে বাড়ি খেয়ে ফিরে এসেছে।
ওরা পাত্তা দেয় নি।
আমাকে মারার জন্য বিশেষ আগ্রহ ছিলো সবার। কারণ,জন্মদিনে মাইর দেয়ার আইডিয়া টা আমার ই গোবর মস্তিষ্কপ্রসূত!!!
তবে,ভালো লেগেছে খুব। চোখ টা ও ভিজে উঠেছিলো কিছু টা।
এই ফ্রেন্ড গুলো কি সুন্দর আমার সময় কে বয়ে নিচ্ছে,বাঁচিয়ে রাখছে।
নির্ঝর দা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আগামীকাল একটা কবিতা পাওনা আমি!!!
সবাইকে শুভেচ্ছা। পাপ হতে দূরে থাকুন।
পাপী থেকে নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।