আমাদের কথা খুঁজে নিন

   

"একজন পাপীর স্বীকারক্তি"



আমি কি ভূল দেখছি? তবে কেন গোলাপ গুলো মনে হয় কুৎসিত? আমার প্রতিটি দিন কেন কুলষিত? রাতের দুয়ারে ক্রোধের নগ্ন উল্লাসে চাপা পড়ে যায় হাসনা হেনার সুবাস, সমাজের এই পন্কিলতার জন্য কি আমি এ দায়ী নই? আমার ঘরে রাক্ষসের কাপা কাপা চিৎকার ভেসে বেড়ায়, আমার দুয়ারে কতগুলো কাক মরে পড়ে রয় দুষিত আমার ভাঁড়ার ঘর, কুলসিত আমার মন? রাস্তার ধারে মৃত লাশের মিছিল, তারা আমার ফাঁসি চায়। আমার বদ্ধ সিন্দুক নাকি উঁপচে পড়ে মোহরে কিন্তু আমি তো দেউলিয়া ঘোষনা করেছি ফ্যাক্টরির অর্ধমৃত ক্ষুদিত লাশ গুলো কি জানেনা? আমার গাড়ি চাপা পড়ে জায় একটি কুকুর কিন্তু আমি তো সিটি কর্পরোশনে মোটা টাকাট চাঁদা দেই, তবে আমি কেনো করব মৃত কুকুরের সৎকার? বৃক্ষ রোপন অভিযানের করতালি পূর্ণ ভাষনের পর মেহগনী কাঠের পূরু সোফায় আমি গা এলিয়ে দেই। ক্ষুদিত কুকুর গুলোর কান্না চাপা দিয়ে আমার টাকার পাহাড়। নেকড়ে গুলো সব আমার পোষা, ওদের শেকল খুলে দিলেই কি কুকুর গুলোর মৃত্তুর জন্য আমি দায়ী? অবুঝ লাশের শ্লোগানে,মিছিলে রক্তে গন্ধে ভারী হয়ে থাকা বাতাসে পরম শান্তিতে নি:ষ্বাশ নিয়ে আমার এখন চলে কল্পিত ঘুমের উদ্যোগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.