আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে
গড়িয়ে পড়ে দু'চোখ বেয়ে
যে দু'ফোটা জল-
সেখানে অবোধরা অগ্নিকুণ্ডে
পুড়ে কয়লা হয়
ছাই হয়,
হীরা হয় না !
কোন নরকে পোড়ে নিষ্পাপরা !
কবরের ভেতরেও আগুন
বাহিরেও আগুন,
জীবন্ত দাহে
সমূল পুঁতে যায়,
সপ্তআসমান কি ধ্বংস-অগ্নিস্তুপের নীচে !
অবোধ কেঁদনা আর
এ পাপ নয় তোমার
ব্রহ্মার,
ব্রহ্মার-
পোড়া পাপীর মুখাবয়বে
দেখি আমার প্রতিচ্ছবি।
....................................
( ফিলিস্তিনের নিষ্পাপদের প্রতি সমবেদনা জানিয়ে )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।