প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
১.
পোকা পুড়ে মরে খাক আগুনে,
মরবি তুই?তবে আয়.....
কুন্ডে বসে তারাগুলো যা গুনে।
২.
এখনো বাতাসে শুনি স্বর-শব্দ তার,
আর শুনি গান......
ঝরা পাতা-নিস্তব্ধতার।
৩.
জানালার শেষে রোদ মরা ঘ্রাণ,
বুকে জড়ায়ে দেখি.....
সেতো বিষের বাণ।
৪.
কান্না রঙে-তেল রঙে দিন গুজারি,
বর্ষা হারা মাতাল বেলায়......
দৃষ্টি গুলো নিয়ন আলোর পূজারী।
৫.
ভাবতে পারো,ভাবতে পারো সারা রাত,
বুকের ভেতর-চোখের পাশে......
অলস সময় ধরে আছে প্রিয় হাত।
৬.
সুতো কাটা;গোল্লাছুট;পুতুল খেলা বিয়ে,
অলস দুপুর জলে ভাসা....
রক্তজবা রঙে রাঙা স্মৃতিধূলো নিয়ে।
[তিন চরণের এই চেষ্টা টা আসলে আমার একাকী সময়ের খেলা।সাহস করে যদি কাব্যচেষ্টা বলেই ফেলি তবে আমার দৌড় এই পর্যন্তই!!!
কারো ভালো লেগে গেলে না হয় খেলাটাকে ফিরে ফিরে আনা যাবে।নচেৎ পাপীর ত্রি-চরণ ক্ষেত্রের দৌড় ও এই পর্যন্তই!!! ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।