আমাদের কথা খুঁজে নিন

   

পাপীর সুখ মনে মনে....................

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

হুদাই সকাল বেলা ঘুম থেকে উঠলাম। ক্লাস হওনের কথা ছিলো। ক্লাসে গিয়া শুনি ,হবে না। মেজাজ লম্ফ মাইরা আকাশে সেভড হৈলো। তয় ঘুম ভাঙ্গা সময় টা খারাপ কাটে নাই।

চোক্ষু মেইলাই দেখি,রুমমেটের বডির উর্ধাংশ কাঁথা ঢাকা,নিম্মাংশ উদোম। পুরাই .............। পানির বোতল ডা উপুড় কৈরা দিলাম। লাফ মাইরা ইন্সট্যান্ট সিদা। কৈলাম,শালা,ঘুমের মধ্যে তো আবজাব কৈরা ফালাইসো।

গোসল কৈরা ফালাও। কোনরকমে বাথরুমে দৌড় সে। এদিকে আমি আমার কাজ শেষ কৈরা ফেলসি। পটকা রাজু,পাগলা তানভীর,সাইকো সোহেল, ডুয়েল বাহাদুর,মেডিটেশান সনেট,পিচ্চি জুয়েল,হুলো ইন্দ্র...সব গুলারে রুমে ডাইকা আনলাম। রুমমেট আইসা তো টাসকি।

সকালবেলা এত পাব্লিক!!!!! আমারে সে কয়,দ্যাখ বিলাইর বাচ্চা,উল্টাপাল্টা কিছু কৈলে তোর মিউ মিউ আই লাভিউ ছুইটাই দিমু। সাইকো সোহেল বয়ান ছাড়ে,দুস্ত,বিলাই তোর রুমমেট হৈছে বইলা সব দেখবো। আমরা কি দুষ করছি??আমরাও দেখমু। যায় হোক,পটকা রাজুর বাচ্চা ব্যপারডা আগায়তে দেয় নাই। অবলা রুমমেট ২ প্যাকেট গুললিফ দিয়া বাঁচলো।

ক্লাস হৈব না তো ক্লাসে বইসা বইসা পিংকী শান্তা দেইখা লাভ নাই। সাইকো রে কৈলাম,চল,বিড়ি টানি। শালা বহুত পটকা। সাইকো আর পটকা মিলে ২ প্যাকের ১ প্যাক মাইরা দিসে। আমরা টের ই পাইলাম না।

এই দুই নোয়াখাইল্লার সাথে টক্কর দিয়া আজ তক পার পাইলাম না। ঐদিকে নিউ হলের পুলাপাইন আইসা সবাইরে দাওয়াত দিতাসে। আইজকা রাতে নেতা ইকবালের বিয়া। হলে নাকি পোস্টারিং ও হৈসে। কাহিনী হৈলো,পরশু দিন তারে ফকিরা (বিনয়) শহরে এক মাইয়ার লগে রিকশায় দেখসে।

নেতা কয়,ঐডা নাকি হের কাজিন। কাজিন হৈলে হাত ধইরা বসব ক্যান??? আইজকা রাতে বিয়া। ব্যপক মজা হৈব। রুমে আইসা দেখি,সাইকোর বাচ্চা আমার গামছা নিয়া বাথরুমে। মেজাজ পুরা বিলা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।