আমাদের কথা খুঁজে নিন

   

''মুক্তি ভিক্ষা দাও''



সেই যে চলে গেলে আমায় কিছু না বলে। একটা বার কি ভেবেছ তুমি ছাড়া আমি কতটা একা? তুমি চলে যাবার পর জীবন থেকে চলে গেছে অনেক গুলো বষন্ত। যে বষন্ত গুলোতে ছিলো না কোকিলের ডাক ছিলো না ফুলের সুবাস। একাকিএ যেন প্রতিনিয়ত আমাকে খুরে খুরে খাচ্ছে। জীবন যেন ঠেকে গেছে কালো মেঘে।

কোথও নেই এতুটুকু আলোর আভাস। কতবার চেয়েছি তোমার মত আমিও ভুলে যাবো সব কিছু। যত বার ভুলতে চাই পোরা মনে তোমার কথা বেজেঁ উঠে তাই আর ভুলা হোলো না। আমাকে রেখে দুরে হয়ত তুমি জীবন ভাসিয়েছ সুখে। জানি না কেন আমায় একা ফেলে চলে গেলে।

ভুলেও কি আমার কথা তোমার মনে পড়ে না। তোমার মত আমিও কনোএকদিন যাবো ভুলে। তবুও এই কষ্ট আর প্রাণে সইব না। আজও আমার প্রতিটি রাত কেটে যায় তোমার কথা ভেবে। আর যে আমি পারি না।

আমাকে মুক্তি দাও। জীবনে যে ভালবাসা চেয়েছিলাম তা দিয়েও নিয়েছো ফিরিয়ে। আজ না হয় মুক্তি ভিক্ষা দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.