আমাদের কথা খুঁজে নিন

   

এগিয়ে যেতে গ্লোবাল ডিগ্রি

বর্তমান প্রেক্ষাপটে সময়োপযোগী ও বাস্তবমুখী শিক্ষার গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে। তাই গতানুগতিক কাগুজে সার্টিফিকেট নিয়ে চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরপাক খাওয়া থেকে বাঁচতে অগ্রসর হতে হবে একটু ভেবে-চিন্তে। খুঁজতে হবে যুগ-উপযোগী কর্মমুখী শিক্ষা। এরকমই শিক্ষা বা কোর্স হল ACCA / এসিসিএ। সময় এখন ব্যবসামুখী, দ্রুত প্রসার ঘটছে এই সেক্টরের।

এ চাহিদার কারণে সচেতন শিক্ষার্থী ও অভিভাবকরা ঝুঁকছেন প্রফেশনাল ফাইনেন্স বা অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশনের দিকে। এ ক্ষেত্রে বিশ্বব্যাপী যুক্তরাজ্যের অ্যাওয়ার্ডিং বডি এসিসিএ আন্তর্জাতিকভাবে সর্বাধিক স্বীকৃত প্রফেশনাল বডি। বর্তমানে এটি সবার জন্য উন্মুক্ত। যে কেউ চাইলেই যে কোনো গ্রুপ থেকে এসএসসি/ এইচএসসি/ 'ও' লেভেলের পরই রেজাল্টের জন্য অপেক্ষা না করে ফাউন্ডেশন ডিপ্লোমা ভর্তির মধ্য দিয়ে এসিসিএ'র পথে যাত্রা শুরু করতে পারে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা সরাসরি ফাউন্ডেশন ডিপ্লোমার মাধ্যমে ACCA শুরু করতে পারে।

যাদের গ্রাজুয়েশন বা 'এ' লেভেল করা আছে, তারা সরাসরি এসিসিএ করতে পারে। চাকরিজীবীরা এই কোর্স করে তাদের ক্যারিয়ারকে আরও অনেক দূর এগিয়ে নিতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষ অ্যাকাউন্টিং প্রফেশনালের প্রয়োজনীয়তা দারুণভাবে দেখা দিয়েছে। এ ক্ষেত্রে অন্যতম যোগ্যতা হচ্ছে ACCA ডিগ্রি। ঋউ-তে সাতটি কোর্স এবং সব পরীক্ষা কম্পিউটার বেইজড বা পেপার বেইজডের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলে দেওয়া যায়।

অনেক শিক্ষা প্রতিষ্ঠান এ কোর্সগুলো চালু করেছে। এদের মধ্যে সাইফুর'স ইউনিভার্সিটি কলেজ অন্যতম। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এরাই দিচ্ছে পাস গ্যারান্টি স্কীম। এসব ডিগ্রি সম্পন্ন করে ক্যারিয়ার দৌড়ে এগিয়ে থাকা যায়। এ বিষয়ে আরও জানতে # সাইফুর'স ইউনিভার্সিটি কলেজ, ঢাকা।

ফোন: ০১১৯৯৯৮২২০২। * ক্যারিয়ার ডেস্ক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.