আমাদের সময়ে আমরা যখন পঞ্চম শ্রেণীতে উঠতাম, তখন থেকেই শুরু হতো প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি। কিন্তু সেখানে সবাই সুযোগ পেত না, যারা সব সময় সব শ্রেণীতে ভালো করত, শিক্ষকেরা শুধু তাদের বেছে নিতেন। তাতে নিশ্চয়ই অন্যদের মন খারাপ হতো। বন্ধুদের কাছে শুনেছি তাদের মা-বাবারা বকাঝকাও করতেন। এটাও নাকি কেউ কেউ বলতেন, ‘তুই বৃত্তি পরীক্ষা দিতে পারলি না, তোর ভবিষ্যৎ তো অন্ধকার।
’
তোমরা এখন কত ভাগ্যবান, পঞ্চম শ্রেণীতে পাঠরত সবাই সমাপনী পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, অনেকে ভালো ফল করে বৃত্তি পাচ্ছ, আরও ভালো করার অনুপ্রেরণা পেয়ে যাচ্ছ। তবে এটাও মনে রাখা দরকার যে শুধু ভালো ফল করাই জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়; লেখাপড়া করে দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য ভালো কিছু করতে পারলেই সত্যিকারের শিক্ষিত হওয়া যায়। আলোকিত মানুষ হওয়া যায়। অবশ্যই পরীক্ষার একটা গুরুত্ব আছে, নিজের শ্রমের ফসল পাওয়া যায়, স্বীকৃতিও পাওয়া যায়। অনেক অভাব-কষ্টের মাঝেও গ্রামেগঞ্জে যখন কোনো শিক্ষার্থী যেকোনো পরীক্ষায় ভালো ফল করে, তখন আমরা শুধু অবাকই হই না, তাকে আদর করি, সম্মান করি।
ভবিষ্যতে তার পড়ালেখার দায়িত্ব নিতে প্রথম আলো ট্রাস্টের মতো অনেকে এগিয়ে আসে।
আসলে লেখাপড়া হলো সারা জীবনের কাজ, শেখার কোনো সীমা নেই, কোনো বয়স নেই। পরীক্ষা হলো নিজেকে যাচাই করার একটি ধাপ মাত্র। সেই ধাপটা সফলভাবে পার হতে হলে প্রয়োজন মনোবল, নিজের ওপরে বিশ্বাস। তোতা পাখির মতো মুখস্থ করা নয়, ভালো করে পড়া বোঝা, নিয়মিত অনুশীলনীগুলো করা এবং প্রয়োজন হলে শিক্ষকের কাছে প্রশ্ন করে সঠিক উত্তর জেনে নিলে যেকোনো সমাপনী পরীক্ষায় ভালো ফল করা খুব কঠিন কাজ নয়।
তবে সারা দিন বইয়ের মধ্যে মুখ গুঁজে থাকাটাও ঠিক নয়। যতদূর সম্ভব খেলাধুলা বা গান-বাজনার চর্চা করতে পারলে শরীর ও মন সুস্থ থাকে। নিজে সমাপনী পরীক্ষায় ভালো ফল করলে যেমন খুশি লাগবে, তেমনি বন্ধুরা ভালো করলে নিশ্চয়ই আরও ভালো লাগবে। আসলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা তো জীবনে এগিয়ে চলার একটি সোপান-শুরু হলো এগিয়ে চলা, তোমাদের এই সামনে যাওয়ার পথটা সুন্দর হোক, তোমাদের পরিশ্রম সার্থক হোক—এই আমাদের কামনা।
l রাশেদা কে চৌধূরী: নির্বাহীপরিচালক, গণস্বাক্ষরতা অভিযান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।