এই সেই ............. ফেসবুক গ্রুপ "আমাদের আড্ডাঘর" এর উদ্যোগে বাংলাদেশ রাইটার্স গিল্ড হতে ৭জন ব্লগারের লেখা নিয়ে এবারের বইমেলায় প্রকাশিত হলো আমাদের আড্ডাঘর সংকলন "শূন্য সুতোর নাটাই"।
সংকলনটিতে যাদের লেখা ছাপা হলো:
-মাহমুদুল হাসান ফেরদৌস
-জিয়াউর রনি
-সাকিব ফেরদৌস
-রেজাউল হক রিয়াজ
-ইসাকুল কবির অভি
-মতিউর রহমান ফয়সাল
-হাসানুর রফসানজানি
ফেসবুক গ্রুপ "আমাদের আড্ডাঘর"টি পথচলা শুরু করে কিছু উদ্যমী তরুণের হাত ধরে। গ্রুপের নাম আড্ডাঘর হলেও এখানে শুধুই আড্ডায় হয় তা কিন্তু নয়। ঐ তরুনগন এখানে গড়ে তুলেছেন একটি নিজস্ব জগত যে জগতে অন্ধকারের ঠাঁই নেই। তারা নিজস্ব ক্ষুদ্র সামর্থ্য নিয়ে তীব্র শীতে দাড়িয়ে যান শীতার্তদের পাশে, প্রতি ঈদে অসহায়দের মুখে হাসি ফুটাতে তাদের নিরন্তর প্রচেষ্টা।
আড্ডাঘরের কেউই পূর্বপরিচিত ছিলেন না, ব্লগে ও ফেসবুকে লেখালেখির মাধ্যমেই তাদের পরিচয় এবং ধীরে ধীরে একই পরিবারের সদস্য হয়ে উঠা। আড্ডাঘরের অনেকেই প্রবাসী, যখন তারা দেশে আসেন তখন বিমানবন্দরে দেখা যায় যারা দেশে আছেন তারা সবাই উনার সাথে দেখা করতে চলে এসেছেন।
বইটি পাওয়া যাচ্ছে পালক প্রকাশনীতে। বইমেলায় স্টল নম্বর ২০৮।
প্রচ্ছদ করেছেন: হাসানুর রফসানজানি ।
বইটির মূল্য ধরা হয়েছে ১৮০ টাকা। তবে বইমেলায় ১৩৫ টাকায় পাওয়া যাবে।
বইটি উৎসর্গ করা হয়েছে পথ-শিশুদের এবং বইটি থেকে প্রাপ্ত সকল অর্থ ব্যয় করা হবে অসহায় সেই সব শিশুদের জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।