সিরিয়ায় হামলা চালাতে বৃটেনকে অনুমোদন দেয়নি দেশটির বিরোধীদল লেবার পার্টি। দলটির নেতা এড মিলিব্যান্ড জানিয়েছেন, সিরিয়ায় হামলা চালাতে আরো প্রমাণের প্রয়োজন আছে। এই ঘটনায় সেখানে সামরিক অভিযান চালানো হবে কিনা, তা নিয়ে বৃটিশ পার্লামেন্টে ভোটাভুটি অনিশ্চয়তার মুখে পড়েছে। বৃহস্পতিবার বিবিসি এই খবর জানায়।
গ্রীষ্মকালীন ছুটির মধ্যেই বৃটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই বিশেষ অধিবেশনের ডাক দিয়েছেন। এই অধিবেশনের লক্ষ্য, সিরিয়া প্রশ্নে দেশটিতে সামরিক অভিযানের প্রশ্নে সংসদে কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয় কি না। অধিবেশনে বিরোধীদল লেবার পার্টি জানিয়েছে, রাসায়নিক হামলা প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীই চালিয়েছিল সে সম্পর্কে আরো জোরালো প্রমাণ দিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।