আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে ভবনধস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটিতে আরও দুই সদস্য

সাভারে ভবনধসের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির বৈঠকে স্থাপত্য অধিদপ্তরের প্রধান পরিদর্শক হাবিবুল ইসলাম ও ফায়ার সার্ভিসের পরিচালক আবদুস সালামকে সহায়ক সদস্য হিসেবে নেওয়া হয়েছে। এ ছাড়া কমিটির বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে আরও বিশেষজ্ঞদের নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি থেকে গতকাল শনিবার ইউএনওকে বাদ দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিল্লুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির সদস্যসচিব সাইদ মাহমুদ বেলাল হয়দর আজ রোববার প্রথম আলো ডটকমকে এসব কথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কাল সাক্ষ্য নেওয়ার জন্য সাভারে যাবে। কমিটি সাভারে ভবনধসের কারণ জানাবে, জানমালের ক্ষয়ক্ষতি নিরূপণ করবে, দুর্ঘটনার ক্ষেত্রে সম্ভাব্য গাফিলতি ও দায়দায়িত্ব নিরূপণ করবে। এ ছাড়া সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও কমিটি সুপারিশ দেবে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।