আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা : ফেরারী -এম জসীম



কবিতা: ফেরারী -এম জসীম যদি সব পাখি ফিরে আসে নীড়ে মৃত আত্মারা যদি জেগে ওঠে আবার জন্মের ঋণে তবু বিশ্বাসের ঘাম ছুঁয়ে বলি আমার তো ফেরা হয়নি মায়ের শীতল স্নেহকোলে । লাঙলের ফলায় কান্তি মেখে নিবিষ্ট বিশ্রাম হয়নি কর্ষিত মাটির স্নেহে। সবটুকু বিশ্বাস মেলে ধরে বলতে পারি মৃত্যুর শীতলতা ছুঁয়ে বলতে পারি এ জীবনে যত প্রাপ্য ছিল আমার তারও অধিক দিয়েছো তুমি হয় ভুলে, প্রবঞ্চনায় কিংবা ক্ষমায় তবুও তো দিয়েছো অধিক ! তারও অধিক সত্য ঘরে ফেরা হয়নি আমার হবেনা আর জানি আর ! এই শহর সারারাত জেগে থাকে কার প্রতীক্ষায় ? একজন মা সারারাত জেগে থাকেন কার প্রতীক্ষায় ? বিশ্বাসী কুকুরগুলো জেগে থাকে কার প্রতীক্ষায় ? তুমি কি জানো ? একদিন এই দেহের পলিমাটি ভীত করে গড়ে উঠেছিল নিঁপুন শহর প্রাচীরঘেরা বাড়ি, পাথুরে সড়ক দ্বীপ্যমান আলোকবাতি.. সেখানে আজ পোড়াগন্ধ,ধ্বংসের ঘুঁটঘুঁটে কালো কফিন পিনপতন শোক। তুমি কি জানো রাতজাগা প্রহরী মাতালের চোখ জ্বলে আজও শকুনের বিষাক্ত নিশ্বাসে.. আকাশের মত তারও চোখ থেকে ঝরে ম্লান ব্যথার শিশির... আজও এই শহরের নগ্ন অন্ধকারে বিষণ্ন , ব্যথিত কত মানুষ আছালো সিমেন্টের ফুটপাতে ঘুমায় নিশ্চিন্তে জঠরে পুষে ক্ষুধার বিষ! রাত্রি, তোমার যত পাপ আজ তুলে দাও এই হাতে আমি আরও মাতাল হই, কাতর হই, তরঙ্গ হই বিবেক সমুদ্রে ! এখনও পাখির ছানা ঘুমিয়ে আছে মমতাকাতর মায়ের কোলে ঘুমিয়ে গেছে মুখর ষ্টেশন দিনের ক্ষয়ে বিষখালী, পায়রা, বলেশ্বরের চোখেও বড্ড ঘুম আহা ! শুধু একটি মানুষ মাথা রাখেনি সিঁথানে ফেরেনি নীড়ে ক্ষুধা, কান্তি, অবষন্নে পুরনো জন্মের ঋণেও ফেরেনি আর... -এম জসীম ৪ ডিসেম্বর-২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.