আমার পরিচিত অনেকেই বলে আমার সাথে নাকি মানুষের চেয়ে জানোয়ারের মিল বেশী। তাই দয়া করে কেউ আমার কাছ থেকে মানুষের ব্যাবহার আশা করবেননা। সামুতে যখন আসি তখন কি এক সোনালী দিন ছিলো যেন। সামুতে এসে এতটাই অভিভুত হয়েছিলাম যে যেই ফ্রেন্ড তাকে বিশেষ ভাবে ধন্যবাদ দেই। তখন চাকরী করতাম না।
ছিলো অখন্ড অবসর। সারা দিন বাসায় পড়ে থাকতাম ফেবু, সামু আর টিভি নিয়ে। তখন ফেবুতে এতো আলোড়ন ছিলো না। সাধারনত ব্যাক্তগত ব্যাপারটাই প্রধান ছিলো তখন। তাই ব্লগেই কাটাতাম বেশিরভাগ সময়।
মনে আছে তখন সকাল বেলা থেকেই ব্লগটা গরম হয়ে যেত। যেমন দারুন ছিলো একেক্টা পোষ্ট তেমনি মজাদার ছিলো কমেন্টগুলো। অনেক সময় পোষ্ট পড়ার চাইতে কমেন্ট গুলো পড়তেই বেশি ভালো লাগতো। একেক জনের কমেন্ট দেওয়ার স্টাইল দেখলেই এত মজা লাগত যে বলার মতো না। আর তখন সবার মধ্যে একটা প্রচেষ্টা ছিলো যতটা সম্ভব ভালো পোষ্ট দেওয়ার।
আর যেহেতু প্লাস/মাইনাস বাটন ছিলো তাই সেটাও অন্যরকম একটা মজা ছিলো। এটা ছাড়াও সামু তখন ছিলো যেকোন সংবাদের প্রথম উৎস। যেকোন খবর টিভি বা অন্য কোন মিডিয়াতে আসার আগেই সামুতে জ্বলজ্বল করতো। কোন জায়গায় বাস দুর্ঘটনা ঘটেছে, কোথাও মারামারি লেগেছে, ভুমিকম্প হয়েছে বা ছিনতাইকারি ধরা পড়েছে সব নিউজ চলে আসত প্রথম পাতায়। এগুলো ছাড়াও বিখ্যাত কমেডি পোষ্টগুলা তো ছিলই।
যেখানে নাকি কমেন্ট ৫০ পার হয়ে যেত খুব সহজেই। আজকাল তো পোষ্টে কমেন্টই খুজেঁ পাওয়া যায়না। একজনের নাম পড়ছে এই মুহুর্তে তিনি হলেন ডিস্কো বান্দর। ঐ সময় যারা ছিলেন তারাই বলতে পারবেন ঐ নামের মাহাত্ব্য। উনাদের লেখার মাঝে আমার নিজের কোন লেখা দেওয়ার সাহস ছিলো না বলে দীর্ঘ তিন বৎসর শুধু পড়েই গিয়েছিলাম কিন্তু নিক নেই নি।
তখন একটা দিন সামু ছাড়া থাকলেই মনে হত না জানি কি মিস করে ফেল্লাম। দেখা যেত, লম্বা সময়ের জন্য অন্যকোন কাজে ব্যাস্ত থাকার দরুন সামুতে আসতে না পারলে একেবারে প্রথম পাতা থেকে শুরু করে একেবারে ১৪-১৫ পাতা পর্যন্ত যেয়ে থামতাম। আর এর মধ্যে কত যে পড়ার মত পোষ্ট পেতাম। আর এখন তো ৩-৪ পাতার পর আর যেতেই ইচ্ছে করেনা। তখন পোষ্টগুলো পড়তেই এত মনোযোগী থাকতাম যে নিজে ব্লগিং করার ইচ্ছেটাও খুব একটা হয়নি।
মনে হতো যে এতগুলো পোষ্ট পড়ার সময়ই তো পাই না, তার মধ্যে আবার নিজে ব্লগিং করার সময় কোথায়। খুব মিস্ করি সেই সামু। এর মধ্যে অনেকগুলা ব্লগে ঢুঁ মেরেছিলাম কিন্তু কাজ হয়নি। ভালো লাগেনি কোনটাই। কারন সামুর রসের স্বাদ যে পেয়েছে তার কাছে কি আর অন্য কোন ব্লগ ভালো লাগে? তাই তো সামু এখনো টিকে আছে তার অতীত রোমান্থন করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।