আমাদের কথা খুঁজে নিন

   

যে কবিতা একসময় মানুষকে জাগরিত করেছে আজ তার দুঃসময়

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই। আজ কবিতার দুঃসময় যাচ্ছে। বাংলা কবিতা আজ প্রায় মরণাপন্ন। আমাদের কবিরা আজ কবিতার দাফন সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

আমার একটা ধারণা ছিল যে কবি হতে হলে শুদ্ধ মানুষ হতে হবে, কিন্তু সেটা যে ভুল তা পরে বুঝতে পারি। আজ আমাদের কবিরা দলীয়করণের চক্করে পরে গেছেন। এক সরকারের সময় পাঠ্যপুস্তকে একজনের কবিতা, অন্য দল যখন সরকার গঠন করে তখন অন্য আরেকজনের কবিতা। আর যারা দলীয়করণে যান না, তাদের কবি বলে স্বীকৃতি দিতে নারাজ তারা। একজন কবি যখন নির্লজ্জভাবে চাটুকারিতা করেন তখন এটা হয়ে যায় নিকৃষ্ট একটা কাজ।

আমরা কবিদের কাছে এটা আশা করিনা। কবিরা হচ্ছেন সমাজের বিবেক। সমাজের বিবেক পচে গেলে সমাজ ও যে পচে যায়। যে কবিতা একসময় মানুষকে জাগরিত করেছে আজ তার দুঃসময়। আজ অনেকেই কবিতা লিখছেন, যদিও কবিতার মানদণ্ডে তা কবিতা কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে।

প্রতি বইমেলায় হাজারের উপরে কাব্যগ্রন্থ বের হচ্ছে। কিন্তু প্রতিটার দশ কপিও বিক্রি হচ্ছেনা। তারপরও এই বই প্রকাশ খারাপ নয়। লেখার জন্য হলেও তো অনেকে কবিতা পড়ছে। কবিতাকে এগিয়ে নেয়ার জন্য আমাদের কবিরা এগিয়ে আসবেন এটাই সময়ের আহ্বান।

কবিতায় হোক মুক্ত বুদ্ধির চর্চা, কবিতা হোক সকল অশুভের বিরুদ্ধে হাতিয়ার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.