মানুষ বদলে যায় অন্য মানুষে...................আকাশ বদলে যায় অন্য আকাশে........................
আজকে ফেসবুকের ইমোটিকন নিয়ে লিখব......
আমরা ইয়াহু, জিমেইল, হটমেইল এবং আরো অন্যান্য মেসেন্জারে ইমোটিকন ইউজ করি.... ফেসবুক চ্যাট এর ক্ষেত্রে আমরা বেশি ইমো ব্যবহর করতে পারি না। কারন সেগুলো অন্যান্য মেসেন্জার হতে কিছুটা আলাদা। তবে কিছু এক রকম আছে, যা আমরা সবাই জানি। যেমন ইত্যাদি...
তবে কিছু আছে যা একেবারেই অন্যরকম। যা অনেকেই জানেন না।
আমি আমার স্টক থেকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি...(ইমো গুলোর নাম আমার নিজের দেয়া, আসল কিনা সিওর না)
বি. দ্র. : এখানে সব ক্যারেকটারগুলোর মাঝে স্পেস ইউজ করা হয়েছে। কারন অনেকগুলো ইমোটিকন ব্লগের সাথে মিলে যায়, সরাসরি লিখলে আপনারা কোডটা পেতেন না। যেমন.. : ).... । আপনারা যখন ফেসবুক চ্যাটে এগুলো ব্যবহার করবেন তখন স্পেস বাদ দিয়ে লিখবেন।
: ).............................. স্মাইল ইমো ১।
: (.............................. স্যাড ইমো।
:' (.............................. ক্রাইং ইমো।
: P.............................. ভেংচি।
: D.............................. লাফ ইমো।
: O.............................. সারপ্রাইজড ইমো ১।
: *............................... কিসিং ইমো।
: \................................ ভাবলেশহীন।
: v................................ অট্টহাসি/প্যাকম্যান।
: 3................................ গোঁফ/মোছ সহ হাসি।
8 )............................... হোয়াইট সানগ্লাস।
8- |.............................. ব্ল্যাক সানগ্লাস।
O: ).............................. এ্যানজেল ইমো।
3: )............................... ডেভিল ইমো।
-_-................................স্মাইল ইমো ২/নার্ড ইমো।
^_^................................স্মাইল ইমো ৩।
O.o.............................. সারপ্রাইজড ইমো ২।
>: O............................. এ্যাংরি ইমো১।
>: (............................... এ্যাংরি ইমো২।
* . *.............................. বড় ডট।
< 3................................ লাভ/হার্ট।
( ^ ^ ^ )............................ শার্ক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।