বাঙালীরা অল্পে তুষ্ট জাতি… যুক্তির চেয়ে আবেগের গুরুত্ব দিই বেশী
কারণটা বলছি… অযথা রেগে যাবেননা… গালমন্দ করবেন না প্লিজ!
খেয়াল করে দেখুন… অপরাধ সবদেশেই আছে….
কিন্তু বিচার???
সবখানে নেই।
“অপরাধী যে-ই হোকনা কেন তার বিচার হবেই”- এ নীতি মেনে চললে আমরা কিন্তু আজ এমন মন্তব্যের সুযোগও পেতামনা।
হায় দুর্ভাগা জাতি…
সা.কা.চৌ. হয়তো ঠিকই বলেছেন, “যে দেশে কোন পিতার হত্যার বিচার পাওয়ার জন্য সন্তানকে প্রধানমন্ত্রী হতে হয়… সেদেশে আর যা-ই থাকুক আইনের শাসন আছে একথা বলা যাবে না”।
বিচার বিভাগকে সত্যিকার স্বাধীন হয়তো তখনই বলা যাবে… যখন সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার হবে। বেছে বেছে মামলার রায় নয়। [নাম নির্দেশপূর্বক মামলা/হত্যাকান্ডের কথা বললে আবার দলাদলির দিকে যাবে, তা-ই কোনো নাম নিলাম না] সরকার যে-ই থাকুক না কেন… অপরাধের বিচার চলবেই।
যানিনা ভেতরে কী আছে, তবে পাকিস্তানের প্রধান বিচারপতিকে [ইফতেখার] আমার শ্রদ্ধা করতে ইচ্ছে করে… কি সাহসই না তিনি দেখিয়েছেন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য!
বিচারপতির গাড়িকে যথাযথ সম্মান না দেওয়ায় যদি কোনো বিচারপতি নিজেই বাদি হয়ে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মামলা ঠুকে বিচার কাজ করতে পারেন… তবে তিনি কেন পুরনো মামলার নথি তালাশ করেন না!!!!!?????
আসুন… দেশকে সত্যিকার সমৃদ্ধির দিকে নিয়ে যেতে চেষ্টা করি।
আমি
আপনি
সবাই মিলে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।