আমাদের কথা খুঁজে নিন

   

পরিচয় উন্মোচন ও ব্যানঃ রনি কলকাতা কি রিভার্স গেইম? (আপডেট-২)

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

ব্লগে রিভার্স গেইমের নজির কমতো দেখলাম না। রনি কলকাতা কি সেটার নিউ ভার্সান??এই নিকটি ব্যাবহার করে যে মন্তব্য করা হয়েছে তা কোন ভাবেই মেনে নেয়া কোন আত্মমর্যাদাশীল জাতির জন্যই সম্ভব না। বাংলাদেশের প্রধানমন্ত্রী্র মর্যাদা থেকে শুরু করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ত্ব নিয়ে টান দিয়েছে এই নিক!!!যার জন্য এই প্রতিবাদের ঝর সব খানে। কিন্তু কে এই ব্লগার?গত ২মাস ২ সপ্তাহ ধরে ব্লগে থাকা এই ব্লাগার এই বিতর্কের পুর্বে পশ্চিম বঙ্গে চালু হওয়া একটি ব্লগ সাইট কফি হাউজের আড্ডার ভালোই প্রচারনা করে নিজেকে কলকাতার পুত্র হিসাবে প্রতিষ্ঠা করেছে!!!কিন্তু তার আসল পরিচয় বের করা কি খুব কঠিন??? সাহোর নোটিশ বোর্ডের কাছে অনুরোধ, ১) এই ব্লগারের IP দেখে সেকি সত্যই কলকাতার নাকি এটা কোন রিভার্স গেইমের অংশ,যার মাধ্যমে ভারত বিদ্বেষ কে ব্লগে ছড়িয়ে কার্য্য সিদ্ধি করছে কেউ সেটি উন্মোচিত করা হওক। ২)অতপর ইহা যে দেশের ব্লাগারই হোওক তাকে ব্যান করা হোওক।

গত দু দিনে অসংখ্য পোস্ট,এমনকি ভারতের সাথে ব্লগীয় যুদ্ধ শুরু হয়ে গেছে!যাক প্রয়োজন হলে রক্তের দামে কেনা দেশের মান বাঁচাতে আবার রক্ত দিতে বাঙ্গালী পিছ পা হবে না,সেটি ভারত কেন যে কারো বিপক্ষেই। কিন্তু এভাবে ব্লগে যা হচ্ছে তার সমাপ্তি দরকার। যাতে ভবিষ্যতে এমন বাজে নজির না হয় তাই সাহোকে এই ঘটনার সচ্ছ একটা পদক্ষেপ নেয়ে উচিত। আপডেটঃএই মুহুর্তে প্রথম পাতায় ৭ টি পোস্ট এই টপিক্স এ!!!যে কেউ সাহো তে এলে এটাকে কোন ব্লাগ ভাববে না!যেন যুদ্ধ ক্ষেত্র!! আম-ব্লগার সহ,সেলেব্রেটি ব্লগার দেরও গত ২ দিন ধরে এই যুদ্ধে দেখছি। কিন্তু চিল কি কান আসলেই নিল নাকি,আমাদের দিয়ে কেউ খেলাচ্ছে সেটি আগে যাচাই করে না হয় যুদ্ধ করি।

সাহোর বিপক্ষে পুরাতন অপবাদ এরা বিতর্ক টিকিয়ে রাখে,এতে তাদের লাভ হয়। আমার মনে হয় এত দিনে সাহো একটা ব্র্যান্ড হয়ে দাড়িয়েছে। এই নিচু কৌশল এখন না প্রয়োগ করলেও সাহোতে পোস্ট ও হিট আসবে। আপডেট-২ (৯:৪০ মিনিট) "রনি কলকাতার ব্লাগ স্থগিত করা হয়েছে। সেই সাথে প্রাপ্ত তথ্য মতে গত কয়েক মিনিটের মাঝে অনেকেই জেনারেল হয়েছে ফ্লাডিং এর জন্য"


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.