উলফা নেতা অনুপ চেটিয়াকে হঠাৎ করেই রাজশাহী কারাগারে নেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় তাকে ময়মনসিংহ কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী কারাগারে নেয়া হয়। এ ব্যাপারে আজকের সমকালে একটি সংক্ষিপ্ত খবর বেরুলেও দিল্লির সঙ্গে উলফা নেতাদের 'বৈঠক' নিয়ে জমজমাট আলোচনার মধ্যেই কী কারণে এভাবে হঠাৎ করে এখন কারাগার স্থানান্তর করা হলো তা লেখা হয়নি। ১৯৯৭ সালে ঢাকায় গ্রেফতারের পর উলফা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার বিরুদ্ধে ৪টি মামলা হয়। সবগুলো মামলায় সাজা তার শেষ হয়েছে ২০০৫ সালে। এখন তার বিরুদ্ধে কোন মামলা না থাকলেও মুক্তি নিয়ে জটিলতার কারণে তিনি কারাগারেই আছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।