আমাদের কথা খুঁজে নিন

   

মনের গহীনে দোলা জাগানো কিছু গান

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

পুরোনো দিনের গান। শুনতে শুনতে আজও আমরা নস্টালজিক হই। মনের গহীনে কিসের যেন দোলা জাগে। সে রকম কিছু গান মনে পড়লো। শেয়ার করলাম। ভালো লাগলে জানাতে কিন্তু ভুল করবেন না। গানের খাতায় স্বরলিপি লিখে কী হবে ছবি-স্বরলিপি শিল্পী- মাহমুদুন্নবী ও রুনা লায়লা গীতিকার- গাজী মাজহারুল আনোয়ার সুরকার- সুবল দাস একবার যদি কেউ ভালোবাসতো ছবি- জন্ম থেকে জ্বলছি শিল্পী- সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা চৌধুরী গীতিকার- আমজাদ হোসেন সুরকার- আলাউদ্দীন আলী চোখ যে মনের কথা বলে ছবি- যে আগুনে পুড়ি শিল্পী ও সুরকার- খন্দকার নূরুল আলম গীতিকার- গাজী মাজহারুল আনোয়ার অশ্রু দিয়ে লেখা এ গান ছবি- অশ্রু দিয়ে লেখা শিল্পী- সাবিনা ইয়াসমীন গীতিকার- ড. মোহাম্মদ মনিরুজ্জামান সুরকার- আলী হোসেন আকাশের হাতে আছে একরাশ নীল ছবি- আয়না ও অবশিষ্ঠ শিল্পী- আঞ্জুমান আরা বেগম গীতিকার- গাজী মাজহারুল আনোয়ার সুরকার- সত্য সাহা আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি ছবি- আলো তুমি আলেয়া শিল্পী- মাহমুদুন্নবী ও আবিদা সুলতানা গীতিকার- গাজী মাজহারুল আনোয়ার সুরকার- সুবল দাস নীল আকাশের নিচে আমি রাস্তায় ছবি-নীল আকাশের নিচে শিল্পী- খন্দকার ফারুক আহমেদ গীতিকার- গাজী মাজহারুল আনোয়ার সুরকার- সত্য সাহা চোখের নজর এমনি কইরা একদিন ক্ষইয়া যাবে ছবি- ফকির মজনু শাহ শিল্পী- সৈয়দ আব্দুল হাদী গীতিকার- গাজী মাজহারুল আনোয়ার সুরকার- আলাউদ্দীন আলী আছেন আমার মোক্তার আছেন আমার বারিস্টার ছবি- গোলাপী এখন ট্রেনে শিল্পী- সৈয়দ আব্দুল হাদী গীতিকার- গাজী মাজহারুল আনোয়ার সুরকার- সুবল দাস কথা বলো না বলো ওগো বন্ধু ছবি- মধুমিলন শিল্পী- ফেরদৌসী রহমান গীতিকার- শহীদুল ইসলাম সুরকার- বশীর আহমেদ তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় ছবি- এতটুকু আশা শিল্পী- আব্দুল জব্বার গীতিকার- ড. মোহাম্মদ মনিরুজ্জামান সুরকার- সত্য সাহা এই পৃথিবীর পান্থশালায় ছবি- যোগ বিয়োগ শিল্পী- সৈয়দ আব্দুল হাদী গীতিকার- ড. আবু হেনা মোস্তফা কামাল সুরকার- সুবল দাস কেউ কোনদিন আমারে তো কথা দিল না ছবি- সুন্দরী শিল্পী- সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন গীতিকার- আমজাদ হোসেন সুরকার- আলাউদ্দীন আলী হায়রে মানুষ রঙিন ফানুস ছবি- বড় ভালো লোক ছিলো শিল্পী- এন্ড্রু কিশোর গীতিকার- সৈয়দ শামসুল হক সুরকার- আলম খান চাঁদের সাথে আমি দেবো না ছবি- আর্শীবাদ শিল্পী- রুনা লায়লা ও এন্ড্রু কিশোর গীতিকার- সৈয়দ শামসুল হক সুরকার- আলম খান ওরে নীল দরিয়া ছবি- সারেং বউ শিল্পী- আব্দুল জব্বার গীতিকার- মুকুল চৌধুরী সুরকার- আলম খান

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.