আমাদের কথা খুঁজে নিন

   

ফলের দোকানে

কবিতা

ফলের দোকানে এসে এই পরিত্রাণ এই রূপগন্ধ ভালোবাসা - ভুলে যাই প্রতিহিংসা সবাই আমার ভাই সবাই বুকের কাছাকাছি শুধু ফল পড়া নিঝুম প্রভাত - গাছে গাছে পাখি পাতা পতনের দৃশ্য মিহি ঘাস কারুকাজ । চুইয়ে পড়ছে যে লাবণ্য তার স্বাদ মানুষের অভিলাষ বসে থাকা শালিখের বুকে গুলি মারছে শিকারি রক্ত বেয়ে পড়ে আম গাছে - পাতার সবুজে ফল আহারীর মৃত্যু- ছলাকলা প্রতি ফলবাসে। ঝুঁকে পড়া পেয়ারার দিকে তাকালেই মন একটা আকাশ মেঘনাব্রীজের নিচে হাত ধরাধরি করে মাছ ধরছি কোনো মাছই আসলে উঠছেনা এমন নিরর্থ আহলাদ ফলের দোকান ঘেঁষে নদী বানানোর চেষ্টা, অপরাধ। ফল কারবারি - থোকা থোকা আঙুর ঝুলিয়ে রাখে সাধনায় আর শিশু গ্রহণের কথা সত্য হয় শীতে মশারীর নিচে গণযোগাযোগ -ফলন্ত কপিলা কাছে এসে নিদ্রা যায় কাহারবা স্বরলিপি মন-সরোবর কৃষিকার্য সকালের হাওয়ায়। ০১/১০/০৯

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।