আমাদের কথা খুঁজে নিন

   

ফলের ব্যবসায়ীদের মাথায় হাত!

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। বিস্তারিত এইখানে । খেজুরে ফরমালিন আছে, এই কথা কয়েকদিন আগে মিডিয়াতে এসেছিল। ফলে খেজুরের বিক্রি-বাট্টা বন্ধ। অন্যান্য ফলও মানুষ কিনছে কম পরিমাণে।

এর কারন মানুষ বিশ্বাস করছে যে ভেজাল বিরোধী অভিযানে যা যা খারাপ ও ভেজালময় তার কিছু কিছু উম্মোচিত হচ্ছে। পাইকারি সব বিক্রেতাই যে অসাধু, তা নয় কিন্তু। কিন্তু সমস্যা হচ্ছে যারা আমদানীকারক, তারাই তো ভেজাল মেশানো পণ্য আমাদানী করে থাকেন। তাই-ই বেচতে হয় খুচরা বিক্রেতাদের। এখন ভেজাল খেজুর আমদানী করে ভালো ধরনের পাঁকে পড়েছে খেজুর ব্যবসায়ীরা।

আমাদের প্রার্থনা, অন্যান্য সব ব্যবসায়ীদেরও যেন এমন একটা শুদ্ধি পথের ভেতর দিয়ে যাওয়া পড়ে। তাহলে তারাও হয়তো তওবা করে ভেজাল মেশানো ছেড়ে দেবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।