ভারতের পার্লামেন্ট ভবনে আগামী সপ্তাহেই একটি স্মারক বক্তৃতা দিতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেল বিজয়ীর এ বক্তৃতা হবে পার্লামেন্ট ভবনের সেন্ট্রাল হলে। ঐতিহাসিক অনেক ঘটনার সাক্ষী ওই হলে তার কথা শুনবেন লোকসভা ও রাজ্যসভার সদস্য, রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবীরা। ভারতের কর্মকর্তারা জানান, ড. ইউনূস সোশাল বিজনেস: এ নিউ বিজনেস টু চেঞ্জ আওয়ার ইকোনমিক ফ্রেমওয়ার্ক শীর্ষক দ্বিতীয় প্রফেসর হীরেন মুখার্জি স্মারক বক্তৃতা দেবেন। গত বছর এই বক্তৃতা দিয়েছিলেন নোবেল বিজয়ী আরেক বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
স্মারক বক্তৃতা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ভারতের উপ রাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। স্বাগত বক্তব্য রাখবেন লোকসভার বর্তমান স্পিকার মীরা কুমার। লোকসভার সদস্য হীরেন মুখার্জি স্মরণে গত বছর এই স্মারক বক্তৃতা প্রবর্তন করেন লোকসভার তৎকালীন স্পিকার সোমনাথ মুখোপাধ্যায়। হীরেন মুখার্জি ২০০৪ সালে মারা যান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।