ভোট পয়েছেনে ৭০ শতাংশ, বুধবার শপথ
বপিুল ভোটরে ব্যবধানে ভারতরে রাষ্ট্রপতি নর্বিাচতি হয়ছেনে ক্ষমতাসীন জোটরে র্প্রাথী প্রণব মুর্খাজ। ি গতকাল ঘোষতি ফলাফলে ৭০ শতাংশ ভোট পয়েে পৃথবিীর বৃহত্তম গণতান্ত্রকি রাষ্ট্র ভারতরে ত্রয়োদশ রাষ্ট্রপতি নর্বিাচতি হয়ছেনে কংগ্রসেরে এই র্বষীয়ান নতো।
প্রণবরে বজিয়রে মাধ্যমে এই প্রথমবাররে মতো কোনো বাঙালি ভারতরে রাষ্ট্রপতরি পদে আসীন হতে যাচ্ছনে। ২৫ জুলাই শপথ গ্রহণরে পর র্বতমান রাষ্ট্রপতি প্রতভিা পাতলিরে স্থলাভষিক্তি হবনে তনি। ি প্রণব মুর্খাজি তার জয়রে জন্য দশেবাসীর প্রতি কৃতজ্ঞতা জানয়িছেনে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশতি র্সবশষে তথ্য অনুযায়ী, ইউপএি জোট মনোনীত পদর্প্রাথী প্রণব মুর্খাজি পয়েছেনে ৭ লাখ ১৩ হাজার ৭৬৩ ভোট, যা মোট ভোটরে ৬৯.৩১ শতাংশ। অন্যদকিে বজিপেসিহ কয়কেটি বরিোধী দলরে সর্মথনে প্রণবরে প্রতদ্বিন্দ্বী পি এ সাংমা পয়েছেনে মাত্র ৩ লাখ ১৫ হাজার ৯৮৭ ভোট, যা মোট ভোটরে ৩১.৬৯ শতাংশ।
রাষ্ট্রপতি নর্বিাচতি হওয়ায় প্রণবকে তার বাসভবনে এসে অভনিন্দন জানয়িছেনে কংগ্রসে সভানত্রেী সোনয়িা গান্ধী, প্রধানমন্ত্রী ড. মনমোহন সংি ও লোকসভার স্পকিার মীরা কুমার। প্রণবরে জয় নশ্চিতি হওয়ার পর তার প্রতদ্বিন্দ্বী সাংমাও তাকে অভনিন্দন জানয়িছেনে। বাংলাদশেরে প্রধানমন্ত্রী শখে হাসনিাও টলেফিোন করে প্রণব মুর্খাজকিে উষ্ণ অভনিন্দন জানান।
ক্ষমতাসীন কংগ্রসে দলরে প্রভাবশালী নতো ছলিনে প্রণব মুর্খাজ। ি তার র্দীঘ রাজনতৈকি জীবনে এর আগে তনিি ভারতরে র্অথ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রতরিক্ষা ও বাণজ্যিমন্ত্রীর দায়ত্বি পালন করছেনে। ভারতে রাষ্ট্রপতরি এই পদ মূলত অলঙ্কারকি। তবে কখনও কখনও তনিি গুরুত্বর্পূণ ভূমকিা পালন করতে পারনে। জাতীয় নর্বিাচনে কোনো দল একক সংখ্যাগরষ্ঠিতা পয়েে বজিয়ী না হলে প্রসেডিন্টেরে ভূমকিা তার্ত্পযর্পূণ হয়ে দাঁড়ায়।
বাংলাদশেীদরে অতি পরচিতি প্রণব মুর্খাজরি শ্বশুরবাড়ওি নড়াইল শহর। ে প্রণবরে স্ত্রী শুভ্রার এক ভাই এখনও নড়াইলে বাস করছনে। প্রণব ভারতরে প্রসেডিন্টে নর্বিাচতি হওয়ার খবর শোনার পর নড়াইলরে ভদ্রবলিা গ্রামরে লোকজন আনন্দ-উল্লাস করছে। ে গ্রামবাসী এই আনন্দে নজিদেরে মধ্যে মষ্টিওি বতিরণ করছে। ে প্রণব মুর্খাজরি স্ত্রী শুভ্রা মুর্খাজি এই ভদ্রবলিা গ্রামে জন্মগ্রহণ করনে।
তার শশৈবও কটেছেে এই গ্রাম। ে
বৃহস্পতবিার ভোট গ্রহণরে পর রোববার সকাল থকেে র্পালামন্টে ভবনে কঠোর নরিাপত্তার মধ্যে প্রতনিধিদিরে উপস্থতিতিে ভোট গণনা হয়। সকাল ১১টায় ভোট গণনা শুরু হওয়ার পরই এমপদিরে ৭২ শতাংশ ভোটে এগয়িে যান প্রণব। এমপদিরে ৭৪৮ ভোটরে মধ্যে ৫২৭ ভোট পান তনি। ি আর তার প্রতদ্বিন্দ্বী সাংমা পান ২০৬ ভোট।
বড় বড় রাজ্যে প্রণবরে পক্ষে বপিুল ভোট পড়ায় তনিি জয়রে ধারায় চলে আসনে। করোলায় ১২৪ জন বধিায়করে সবকটি ভোটই পান তনি। ি ভারতীয় জনতা র্পাটি বজিপেি ও জএেমএম এর ক্ষমতা ভাগাভাগরি রাজ্য ঝাড়খণ্ডওে বস্মিয়করভাবে ভোটে এগয়িে যান প্রণব। জম্মু ও কাশ্মীরে প্রণব পান ৬৮ ভোট। আর সাংমা পান ১৫ ভোট।
অন্যদকিে বরিোধী দল ভারতীয় জনতা র্পাটি (বজিপে)ি নতেৃত্বাধীন রাজ্য গোয়া, হমিাচল, ছত্তশিগড় এবং গুজরাটে সাংমা বশেি ভোট পলেওে প্রণবকে হারানোর জন্য তা যথষ্টে ছলি না।
ভারতরে নয়িম অনুযায়ী, রাষ্ট্রপতি নর্বিাচনে একজন সংসদ সদস্যরে ভোটমূল্য নর্ধিারতি হয় প্রত্যকে রাজ্যরে মোট জনসংখ্যার অনুপাত অনুযায়ী। র্অথাত্ রাজ্যরে প্রকৃত ভোটার আর বধিানসভা আসনরে অনুপাতই হলো ওই রাজ্যরে বধিায়করে ভোটমূল্য। পাশাপাশি দশেরে মোট ভোটারকে লোকসভা ও রাজ্যসভার সদস্যসংখ্যা দয়িে ভাগ করা হয়। এভাবে রাজ্যসভা ও লোকসভার ভোটমূল্য নর্ধিারতি হয়।
ভারতরে দুই সংসদে ৭৭৬ জন সংসদ সদস্য ও চার হাজার ১২০ জন বধিায়ক মলিয়িে এবাররে রাষ্ট্রপতি নর্বিাচনে রাজ্যসভা ও বধিানসভার ভোটমূল্য ছলি ১০ লাখ ৯৮ হাজার ৮৮২। নর্বিাচনে জয়রে জন্য একজন র্প্রাথীকে পতেে হয় ন্যূনতম পাঁচ লাখ ৪৯ হাজার ৪৪২ ভোট। বৃহস্পতবিার ভারতীয় সংসদরে উচ্চকক্ষ রাজ্যসভা, নম্নিকক্ষ লোকসভা এবং রাজ্যগুলোর বধিানসভার সদস্যরা প্রত্যকে রাজ্যরে বধিানসভা ভবনে রাষ্ট্রপতি নর্বিাচনরে জন্য ভোট দনে।
প্রণবকে হাসনিার ফোন : ভারতরে নবনর্বিাচতি রাষ্ট্রপতি প্রণব মুর্খাজকিে টলেফিোন করে শুভচ্ছো ও অভনিন্দন জানয়িছেনে প্রধানমন্ত্রী শখে হাসনিা। প্রধানমন্ত্রীর প্রসে সচবি আবুল কালাম আজাদ জানান, বাংলাদশে সময় রোববার রাত সোয়া ১০টায় প্রণব মুর্খাজরি সঙ্গে শখে হাসনিার ফোনে কথা হয়।
আবুল কালাম আজাদ জানান, প্রণব মুর্খাজি ভারতরে রাষ্ট্রপতি নর্বিাচতি হওয়ায় বাংলাদশেরে জনগণ ও সরকাররে পক্ষ থকেে তাকে উষ্ণ অভনিন্দন ও আন্তরকি শুভচ্ছো জানান প্রধানমন্ত্রী। একজন বাঙালি হসিবেে ভারতরে র্সবোচ্চ পদে আসীন হওয়ায় বাংলাদশেরে জনগণরে আনন্দতি হওয়ার বষিয়টওি প্রণব মুখোপাধ্যায়কে জানান শখে হাসনিা। শখে হাসনিা ভারতরে নতুন রাষ্ট্রপতি ও তার পরবিাররে সদস্যদরে সুস্বাস্থ্য কামনা করনে।
শপথ আয়োজনে ব্যাপক প্রস্তুতি : প্রণব মুর্খাজি একজন নয়িমনষ্ঠি ব্রাহ্মণ। চণ্ডীপাঠ থকেে র্দুগাপূজা প্রতটিি অনুষ্ঠানইে নয়িম মনেে চলা মানুষ।
তনি দনি পর থকেে আরকে নয়িমরে জগতে পা রাখছনে তনি। ি ২৫ জুলাই রাইসনিা হলিসরে রাষ্ট্রপতি ভবনে পা ফলেবনে তনি। ি প্রণবরে শপথ গ্রহণ ও রাষ্ট্রপতি ভবনে প্রবশেরে জন্য ব্যাপক প্রস্তুতি শুরু হয়ছে। ে
আনন্দবাজার জানায়, ২৫ জুলাই শপথরে দনি রাষ্ট্রপতি ভবন থকেে এক প্রতনিধিি প্রথমে যাবনে ১৩ নম্বর তালকাটোরা রোডে প্রণব বাবুর বাসভবন। ে সখোন থকেে তাকে নয়িে যাওয়া হবে রাষ্ট্রপতি ভবন।
ে রাষ্ট্রপতি ভবন থকেে প্রতভিা পাতলি প্রণব বাবুকে সঙ্গে নয়িে যাত্রা শুরু করবনে সংসদ ভবনরে দকি। ে রাষ্ট্রপতরি ফটিনরে ডান দকিে বসবনে প্রণব বাবু, প্রতভিা পাতলি বাঁ দকি। ে
যাওয়ার পথে হাজার ঘোড়সওয়ার সনো প্রতভিাকে হাজার সালাম জানাবনে। সংসদ ভবনে তখন অপক্ষোয় থাকবনে প্রধানমন্ত্রী, স্পকিার এবং উপরাষ্ট্রপত। ি সখোনওে গাড়ি থকেে নামতে না নামতইে দহেরক্ষীরা প্রতভিাকে ফরে সালাম জানাবনে।
বদিায়ী এবং ভাবি রাষ্ট্রপতি যাবনে সংসদরে সন্ট্রোল হল। ে
এই সন্ট্রোল হলরে অনুষ্ঠানে গুরুত্বর্পূণ ভূমকিা নবেনে কন্দ্রেীয় স্বরাষ্ট্রসচবি রাজকুমার সংিহ। তনিি নর্বিাচন কমশিনরে কাছ থকেে অনুমতি চাইবনে শপথ গ্রহণরে জন্য। সুপ্রমির্কোটরে প্রধান বচিারপতি এসএইচ কপাডয়িা প্রণব বাবুকে শপথবাক্য পাঠ করাবনে।
শপথ গ্রহণরে সময় মঞ্চে কে কোথায় বসবনে, সটেি র্পূবনর্ধিারতি।
মঞ্চরে একদম বাঁ দকিে লোকসভার স্পকিার, তারপর রাজ্যসভার চয়োরম্যান, বদিায়ী রাষ্ট্রপত,ি ভাবী রাষ্ট্রপতি এবং ডান দকিে সুপ্রমির্কোটরে প্রধান বচিারপত। ি র্দশক আসনে থাকবনে মনমোহন সংিহ, সনয়িা গান্ধী, সুষমা স্বরাজরা। শপথরে পর প্রতভিা পাতলি এবং প্রণব বাবু নজিদেরে মধ্যে আসন বদল করবনে।
এই সন্ধক্ষিণইে হবে পালাবদল। সঙ্গে সঙ্গে ২১টি তোপধ্বন।
ি রাষ্ট্রপতরি সচবি ক্রস্টিি র্ফানান্ডজে শপথরে খাতায় স্বাক্ষর করাবনে নতুন রাষ্ট্রপতকি। ে স্বরাষ্ট্রসচবি আবার ঘোষণা করবনে নতুন রাষ্ট্রপতরি স্থলাভষিক্তি হওয়ার বজ্ঞিপ্ত। ি
এরপর রাষ্ট্রপতি ভবনে ফরোর পালা। এখন দহেরক্ষীরা নতুন রাষ্ট্রপতকিে আগরে মতো সালাম জানাবনে। রাষ্ট্রপতি ভবনে এসে প্রতভিা প্রণব বাবুকে তার স্টাডি রুমে নয়িে যাবনে।
সখোনকার অনুষ্ঠান শষেে ফটিনে চপেে বাইরে আসবনে। সখোনে দু’জন বসবনে একটি জপি। ে দয়ো হবে র্গাড অব অনার। এ অনুষ্ঠানরে জন্য একটি সাময়িানা খাটানো হচ্ছ। ে এখান থকেইে নতুন রাষ্ট্রপতি হসিবেে প্রণব বাবু যাবনে বদিায়ী রাষ্ট্রপতি প্রতভিা পাতলিকে বদিায় জানাত।
ে
৩৪০টি কক্ষবশিষ্টি ভারতরে রাষ্ট্রপতি ভবন পৃথবিীর বৃহত্তম প্রসেডিন্সেয়িাল প্রাসাদ। বলিাসবহুল র্মাসডিসি বঞ্জে এস৬০০ গাড়ি ব্যবহার করে থাকনে প্রসেডিন্টে। প্রতি মাসে দড়ে লাখ রুপি বতেন পান তনি। ি রাষ্ট্রপতি পদ থকেে বদিায় নয়োর পরও প্রসেডিন্টেকে দয়ো হয় নানা সুবধিা। সূত্র : এনডটিভি,ি টাইমস অব ইন্ডয়িা, ববিসিি ও আনন্দবাজার পত্রকিা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।