আমাদের কথা খুঁজে নিন

   

ঘটনা চক্রটি নিতান্তই কাল্পনিক

এই ঘটনাটা নিতান্তই কাল্পনিক। [লেখাটা সবার জন্য না। আর আশা করি খুনি রানা সহ অন্যান্য হত্যাকারীর ফাঁসি এই ২০১৩ তেই হবে] ধরুন, রানাকে এই সরকার বিভিন্ন ধরনের তাল বাহানা করে ছেড়ে দিলো অথবা অতি স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল রানাকে দোষী সাব্যস্ত করতে পারলনা। আর এই সুযোগে রানা বিদেশ পালিয়ে দেশের জনগণকে তার মধ্যাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে মাস্তিময় জীবন যাপন শুরু করলো। ৮-১০ বছর পর দেশে ফিরে আবার যুক্ত হল রাজনীতিতে।

প্রথম দিকে কিছুটা গোপনে গোপনে। তারপর চারপাশটা গোছাতে শুরু করল। এবার আর কোন ভুল নয়। এবার জাল বিছাতে হবে। সারা দেশের অর্থনীতি, রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যেতে হবে।

চারিদিকে বিস্তৃত হতে থাকলো রানার অর্থ আর পেশী শক্তির। এভাবে চলতে থাকার কয়েক বছর রাজনীতির সুফল হিসেবে রানা বনে গেল শ্রম মন্ত্রী। দেশের শ্রমিকের ভালো মন্দ, সকল ধরনের সুবিধা অসুবিধা দেখা এখন তার ঘাড়ে। সে এখন শ্রমিক দরদী একজন মানুষ। শ্রমিকের কল্যান ছাড়া এখন সে কিছুই বোঝেনা।

আহা! কতইনা ভালো লোক। হঠাৎ করেই পটের পরিবর্তন। কোথা থেকে যেন কি হয়ে গেল! এমন তো কথা ছিলনা। গনহত্যার মামলায় রানাকে দাড়াতে হল কাঠগড়ায়। এতটা বছর রাজনীতি কি বিফলে গেল? বাঙ্গালীকে তো জেলিফিশ বলেই জানত সে।

দিকবিদিক হয়ে রানা দেশের উকিল ব্যারিস্টার বাদেও বিদেশে কয়েকশ কোটি টাকা দিয়ে নিয়োগ করে লবিইস্ট। এভাবে তো মরতে পারেনা সে। তার যে অনেক কাজ বাকি। দেশকে নিয়ে যেতে হবে অন্ধকার এক যুগে। হীরক রাজার মত সেও অনেক কল তৈরি করেছিল।

এই কলগুলির এক দিক দিয়ে দেশের নতুন পুরাতন সকল প্রজন্মকে ঢোকানো হত আর আর অন্য পাশ দিয়ে বের করা হত সামনের দিকে এগিয়ে যাওয়া দেশপ্রমিক। পুরনো প্রজন্মের যত স্মৃতি সব চুষে খেত এই জাদুকরী কল গুলো আর নতুন প্রজন্মকে শেখান হতো দেশপ্রেম। শেখানো হতো দেশের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়ংকর হত্যাকাণ্ডকে ভুলে যেতে। মাত্র কয়েক ঘন্টায় ৫০০ মানুষ হত্যা করা, কয়েক হাজার মানুষকে দিনের পর দিন কবরের ভেতর অক্সিজেন, পানি না দিয়ে অমানবিকভাবে অত্যাচার করা, দম নিতে না পেরে হাত পা ছুড়তে ছুড়তে মানুষগুলো আস্তে আস্তে প্রচন্ড কষ্ট নিয়ে মৃত্যুবরন করা এই সমস্ত ইতিহাস গুলোকে মুছে দিতেই তৈরি হয়েছিল ওই জাদুকরী কল গুলো। বেশ ভালোই কাজ করছিল এগুলো।

কিন্তু এই সুখ বেশিদিন সহ্য হলনা। ফাজিল এক সরকার এসে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য গ্রেফতার করে রানাকে। আন্তর্জাতিক মানের বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করে শুরু হয় তার বিচার। কিন্তু পোড়া কপাল বাঙ্গালীর। এতগুলো মানুষ হত্যা করার পরও ফাঁসি হয়না তার।

শাস্তি কেবল যাবজ্জীবন। এ কেমন বিচার? কিছু মানুষ যাদেরকে ওই কল গুলোর ভেতরে ঢোকানো যায়নাই, তারা এই প্রহসনমুলক বিচারের প্রতিবাদে নেমে পরল রাস্তায়। মাত্র কয়েকজন শুরু করলো এই প্রতিবাদ। দেখতে না দেখতেই লাখ লাখ মানুষ জমা হতে থাকলো এই প্রতিবাদের সঙ্গে একাত্মতা জানাতে। সবার একটাই দাবি।

ফাঁসি ফাঁসি। "স" তে সোহেল রানা, তুই জল্লাদ, তুই জল্লাদ। ৬ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধ পর্যন্ত। সবার কন্ঠে একই সুর, একই ক্ষোভ। তৈরি হয় ফাঁসির প্রতীকী মঞ্চ।

একে একে পুরো দেশের মানুষ একাত্মতা জানায় রানার ফাঁসির দাবিতে। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও জোরালো হতে থাকে ফাঁসির দাবি। কোন কিছুইতো এই হতচ্ছাড়া বাঙ্গালীরা ভুলেনাই। তাহলে কি হীরকের ওই কল গুলো কাজ করেনি? চলতে থাকে রানার বিচার। আর এদিক দিয়ে আরও প্রতিবাদী হয়ে ওঠে মানুষগুলো।

সারা দেশ ফুঁসতে থাকে রানার বিচারে। কিন্তু কপাল ভালো বলতে হবে রানার। হীরকের কল কাজ না করলেও এবার কাজ করলো অন্য কল। প্রোপাগান্ডা ছড়ানো হল, মানুষকে ভুল বোঝানো হল। রানার ফাঁসির দাবিতে যারা আন্দোলন করছে তারা আসলে অত্যন্ত খারাপ মানুষ।

তারা এই এই দিন দুনিয়া জাহানের মালিককে বিশ্বাস করেনা। তার ও তার নবীদের সম্পর্কে কটূক্তি করে। এদের সঙ্গে আর আন্দোলন না। হাজার হলেও এরা নাস্তিক। এতেই শেষ না।

সরকারের সঙ্গে সখ্যতারও কিছু প্রমান পাওয়া যায়। সো, এই নাস্তিক, নষ্ট আন্দোলনকারীদের সঙ্গে আর না। খামাকা এতদিনের পুরনো ঘটনার বিচার চেয়ে কি লাভ? এখন সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। রানার বিচার করলেই কি আর না করলেই কি? অবশ্য একটা কাজ ভালোই হয়েছে, এই সুযোগে মানুষ চেনা গেল। কিন্তু কিছু মানুষ হাল ছাড়েনা।

এরা আদাজল খেয়ে লেগে থাকে রানার ফাঁসির দাবিতে। অনেক চরাই উতরাই পেরিয়ে এগোতে থাকে এরা। এই মানুষগুলো জানে ফাঁসি হতেই হবে। কারন ফাঁসি ছাড়া আর কোন বিকল্প নাই। তাদের নয়নে স্বপনে দেখা স্বপ্ন, তাদের আত্মার দাবি বিফলে যায়নি।

রানার ফাঁসি হয়েছিল ঠিকই। বাংলার মানুষ কোন পশুর আস্ফালন দেখতে পছন্দ করেনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.