আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আসবে বলেই [ নচিকেতা এর গান ..]


তুমি আসবে বলেই , আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি .. তুমি আসবে বলেই , কৃষ্ণচূড়ার ফুল গুলো ঝরে যায়নি .. তুমি আসবে বলেই.... তুমি আসবে বলেই , অন্ধ কানাই বসে আছে গান গায় নি .. তুমি আসবে বলেই , চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি .. তুমি আসবে বলেই.... তুমি আসবে বলেই, জাকির হোসেন ভুল করে ফেলে তালে .. তুমি আসবে বলেই, মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে .. তুমি আসবে বলেই, সোনালী স্বপ্ন ভীর করে আসে চোখে .. তুমি আসবে বলেই, আগামী বলছে দেখতে আসবো তোকে .. তুমি আসবে বলেই.... তুমি আসবে বলেই, আমার দ্রিধারা উত্তর খুঁজে পায়নি .. তুমি আসবে বলেই, দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি .. তুমি আসবে বলেই.... তুমি আসবে বলেই, সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা , তুমি আসবে বলেই, জোতিষ ছেরেছে কতো না ভন্ড বাবা , তুমি আসবে বলেই. পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার , তুমি আসবে বলেই, বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয় নি , তুমি আসবে বলেই, আমার কলম এখনো বিক্রি হয়নি , তুমি আসবে বলেই.... তুমি আসবে বলেই.... তুমি আসবে বলেই.........
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।