আমাদের কথা খুঁজে নিন

   

লিওনেল মেসি'র ব্যালন ডি'ওর জয়

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
বার্সালোনা ও আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি এবারের ইঊরোপের ক্লাব ভিত্তিক বর্ষসেরা ফুটবলারের খেতাব "ব্যালন ডি'ওর" জিতেছেন। মেসি (৪৭৩ পয়েন্ট) গতবারের ব্যালন ডি'ওর শিরোপাজয়ী পর্তুগীজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালডো (২৩৩ পয়েন্ট) কে পেছনে ফেলেছেন। মেসি'র অসাধারণ নৈপুণে বার্সালোনা গত মৌসুমে ট্রেবল (চ্যাম্পিয়নস লীগ, স্প্যানিশ লীগ টাইটেল ও স্প্যানিশ কাপ) জেতে। চ্যাম্পিয়নস লীগ ফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ও তিনি গোল করে দলের জয়ে ভূমিকা রাখেন। মেসি প্রথম আর্জেন্টাইন খেলোয়ার হিসেবে এই খেতাব জিতলেন। এবারের ব্যালন ডি'ওর শিরোপা দৌড়ের অন্যন্যরা- জাভী (বার্সালোনা), তৃতীয় ইনিয়েস্তা (বার্সালোনা), চতুর্থ স্যামুয়েল ইতো (ইন্টার মিলান), পঞ্চম সূত্রঃ http://www.dawn.com
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.