শিল্পী নই তবে শিল্প রসিক... টানা তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসির মুকুটে আরো একটি পালক যুক্ত হলো। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডই এখন উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক। মঙ্গলবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানের জালে দুইবার বল জড়িয়ে এই রেকর্ড (১৪ গোল) গড়েন মেসি। ১৯৫৫ সাল থেকে শুরু হওয়া ইউরোপিয়ান কাপের নাম পরিবর্তন করে ১৯৯২ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ করা হয়। ইউরোপিয়ান কাপে ১৯৬২-৬৩ মৌসুমে এসি মিলানের হয়ে হোসে আতালফিনি এক মৌসুমে সর্বোচ্চ ১৪ গোল করেছিলেন। আধা শতাব্দী পুরনো ওই রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন মেসি। দল সেমিফাইনালে ওঠায় আরো অন্তত দুইটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ফলে এই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সুত্র: bdnews24.com তারিখ: এপ্রিল ০৫, ২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।