আমাদের কথা খুঁজে নিন

   

রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি

স্বপ্ন দেখি এবং চেষ্টা করি সত্যি করার এই মৌসুম শুরু হয়েছে বেশিদিন যায়নি। মাত্র ১১টি লীগ ম্যাচ হয়েছে। এর মধ্যেই ফুটবল জাদুকর লিওনেল মেসি রেকর্ডের অর্ধ সেঞ্চুরি করে ফেলেছেন। চলুন দেখা যাক, এখন পর্যন্ত এই মৌসুমে তার করা রেকর্ডগুলো। আশা করি, যে ৭ টি রেকর্ড করার সম্ভাবনা তার আছে, সে গুলোও তিনি খুব দ্রুতই করে ফেলবেন।

রেকর্ড #১ লা লিগার ইতিহাসে গত ৪৩ বছরে লীগের প্রথম ম্যাচের প্রথম ২০ মিনিটে ২ গোল করা বার্সেলোনার প্রথম খেলোয়াড়। (সর্বশেষ মিগু য়েল বাস্তিলো, ১৯৬৯/৭০) রেকর্ড #২ লা লিগার ইতিহাসে গত ১৯ বছরে লীগের প্রথম ম্যাচে পরপর তিন মৌসুমে গোল করা বার্সেলোনার প্রথম খেলোয়াড়। (সর্বশেষ Hristo Stoichkov,১৯৯১~৯৩) রেকর্ড #৩ লিওনেল মেসি হচ্ছেন এই শতাব্দীর প্রথম খেলোয়াড় যিনি লা লিগার মৌসুমের প্রথম ম্যাচে সর্বাধিক (৭ টি গোল করেছেন। (ফোরলান- ৬ টি, নেগ্রেডো ৫ টি) রেকর্ড #৪ রিয়াল সোসিয়াদেদের বিরুদ্ধে ন্যূ ক্যাম্পে ৫ গোল করা তৃতীয় খেলোয়াড় হচ্ছেন মেসি। (পূর্বে রিভালদো ও আসেনসি) রেকর্ড #৫ বার্সেলোনার ইতিহাসে প্রথম খেলোয়াড় মেসি যিনি এল ক্লাসিকোতে ১৫টি গোল করেন (সিজার রড্রিগুয়েজ ১৪ টি) রেকর্ড #৬ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ন্যূ ক্যাম্পে ৭ গোল করা বার্সার প্রথম খেলোয়াড় মেসি।

রেকর্ড #৭ স্প্যানিশ সুপার কাপে পরপর চার বছর গোল করা একমাত্র খেলোয়াড় মেসি। (২০০৯~১২) রেকর্ড #৮ লা লিগার ইতিহাসে প্রথম দুই ম্যাচে অন্তত দুইটি করে গোল করা একমাত্র খেলোয়াড় মেসি। রেকর্ড #৯ বার্সেলোনার ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসাবে ওসাসুনার বিরুদ্ধে ১০ গোল করা খেলোয়াড় মেসি। (ইতো-৯) রেকর্ড #১০ ওসাসুনার বিপক্ষে ৫টি অ্যওয়ে গোল করা একমাত্র খেলোয়াড় মেসি। (৩টি করে গোল আছে চারজন খেলোয়াড়ের) রেকর্ড #১১ আর্জেন্টিনার ইতিহাসে গত ১১ বছরে একমাত্র খেলোয়াড় মেসি যিনি টানা ছয় ম্যাচে গোল করেছেন।

(সর্বশেষ হার্ণান ক্রেসপো ২০০১) রেকর্ড#১২ লিওনেল মেসি ২০১২ সালে তার নিজের করা এক বছরে ক্লাবের হয়ে করা ৬০ গোলের রেকর্ড ভাঙ্গেন। রেকর্ড#১৩ বার্সেলোনার ইতিহাসে গত ৫৯ বছরে প্রথম খেলোয়াড় মেসি যিনি লা লিগার প্রথম চার ম্যাচের তিনটি ম্যাচে করে দুইটি করে গোল করেছেন। রেকর্ড#১৪ বার্সেলোনার ইতিহাসে গত ১৮ বছরে প্রথম খেলোয়াড় মেসি যিনি লা লিগার প্রথম চার ম্যাচের তিনটি ম্যাচে করে দুইটি করে গোল করেছেন। রেকর্ড#১৫ লা লিগার ইতিহাসে অষ্টম খেলোয়াড় মেসি যিনি প্রথম চার ম্যাচের তিনটি ম্যাচে করে দুইটি করে গোল করেছেন। রেকর্ড#১৬ বার্সেলোনার ইতিহাসে গত ৫১ বছরে লীগের প্রথম ৪ ম্যাচে ৬ গোল করা একমাত্র খেলোয়াড় মেসি।

( Evaristo de Macedo, ১৯৬১/৬২) রেকর্ড#১৭ লা লিগার ইতিহাসে গত ১৩ বছরে প্রথম ৪ ম্যাচে ৬ গোল করা একমাত্র খেলোয়াড় মেসি। (বালেস্তা, ১৯৯৯/০০) রেকর্ড#১৮ গেটাফের মাঠ কলিসিয়াম আলফানসো পেরেজ স্টেডিয়ামে ৫ গোল করা দ্বিতীয় খেলোয়াড় মেসি। (সোলদাদো) রেকর্ড#১৯ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে অন্তত ১৪টি ম্যাচে দুইটি করে গোল করা দ্বিতীয় খেলোয়াড় মেসি। (রাউল গঞ্জালেস) রেকর্ড#২০ টানা তিনবার অনজে ডি অর পুরষ্কার পাওয়া দ্বিতীয় খেলোয়াড় মেসি (মিশেল প্লাতিনি ১৯৮৩~৮৫) রেকর্ড#২১ লিওনেল মেসি একমাত্র খেলোয়াড় যিনি ন্যূ ক্যাম্পে ১০০ টি লীগ গোল করেছেন। রেকর্ড#২২ ন্যূ ক্যাম্পে ১৫০ গোল করা একমাত্র খেলোয়াড় মেসি।

রেকর্ড#২৩ ন্যূ ক্যাম্পে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৬টি লীগ গোল করা একমাত্র খেলোয়াড় মেসি। (গ্যারি লিনেকার ও মাসেডো- ৫ টি) রেকর্ড#২৪ বার্সেলোনার হয়ে ফ্রি কিক থেকে এল ক্লাসিকোতে গত ১৮ বছরে ২ গোল করা একমাত্র খেলোয়াড় মেসি। (রোনাল্ড কোয়ম্যান-১৯৯২,৯৪) রেকর্ড#২৫ ফ্রি কিক থেকে এল ক্লাসিকোতে গত ১৩ বছরে ২ গোল করা একমাত্র খেলোয়াড় মেসি। রেকর্ড#২৬ ইকার ক্যাসিয়াসের বিরুদ্ধে সবচেয়ে বেশী গোল করেছেন মেসি। (ইতো – ৮ টি, ভিয়া- ৭ টি) রেকর্ড#২৭ এল ক্লাসিকোতে ২৭টি গোলে অবদান রাখা একমাত্র খেলোয়াড় মেসি।

(১৭ গোল+ ১০ এসিস্ট) রেকর্ড#২৮ বাছাইপর্বে ৯ গোল করা পঞ্চম কনিষ্ঠ খেলোয়াড় মেসি। রেকর্ড#২৯ ক্যানকাফ অঞ্চলের ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রি কিক থেকে দুইটি গোল করা একমাত্র খেলোয়াড় মেসি। রেকর্ড#৩০ ২০১২ সালে আর্জেন্টিনার হয়ে ১০ টির বেশি আন্তর্যাতিক গোল করা একমাত্র খেলোয়াড় মেসি। রেকর্ড#৩১ আর্জেন্টিনার দশম খেলোয়াড় মেসি যিনি ৭৫ টি আন্তর্যাতিক ম্যাচ খেলার সৌভাগ্য অর্জন করেছেন। (জেনেত্তি ১৪৫ টি) রেকর্ড#৩২ আর্জেন্টিনার দ্বিতীয় খেলোয়াড় মেসি যিনি এক ক্যালেন্ডার বছরে ১২টি গোল করেন।

(বাতিস্তুতা ১৯৯৮) রেকর্ড#৩৩ লিওনেল মেসি ২০১০ সালে বার্সেলনার হয়ে তার করা ৫৮টি গোলের রেকর্ড ভাঙ্গেন ২০১২ সালে। রেকর্ড#৩৪ লিওনেল মেসি ২০১০ সালে তার করা ৪২টি লা লিগা গোলের রেকর্ড ভাঙ্গেন ২০১২ সালে। রেকর্ড#৩৫ লিওনেল মেসি লা লিগার একমাত্র খেলোয়াড় যিনি এক বছরে ৪৪ টি গোল করার রেকর্ড করেছেন। (ক্রিস্টিয়ানো রোনালদো ৪৩টি,২০১১ সালে) রেকর্ড#৩৬ বার্সেলোনার ইতিহাসে একমাত্র খেলোয়াড় মেসি যিনি লা লিগায় ১৫ টি হ্যাটট্রিক করেছেন (সিজার রড্রিগুয়েজ ১৪ টি) রেকর্ড#৩৭ বার্সেলোনার ইতিহাসে একমাত্র খেলোয়াড় মেসি যিনি ৫টি অ্যওয়ে ম্যাচে হ্যাটট্রিক করেছেন। রেকর্ড#৩৮ ডেপোর্টিভো লা করুনার মাঠ মিউনিসিপল ডি রিয়াযোরে ৬টি গোল করা বার্সার দ্বিতীয় খেলোয়াড় মেসি।

(কুবালা- ৬ টি , রোনালদিনহো -৫ টি) রেকর্ড#৩৯ বার্সেলোনার ইতিহাসে গত ৬২ বছরে একমাত্র খেলোয়াড় হিসাবে মেসি লীগের প্রথম ৮ ম্যাচে ১১ গোল করেন। (সিজার রড্রিগুয়েজ ১৯৫০) রেকর্ড#৪০ এই শতাব্দীতে লা লিগার প্রথম খেলোয়াড় হিসাবে মেসি লিগের প্রথম নয় ম্যাচে ১৩ গোল করেন। (বালেস্তা ১৯৯৯/০০ মৌসুমে) রেকর্ড#৪১ রায়ে ভলকানোর বিরুদ্ধে ৪টি লীগ গোল করা একমাত্র খেলোয়াড় মেসি। (কোয়মেন-৩) রেকর্ড#৪২ লা লিগার ইতিহাসে দশম খেলোয়াড় হিসাবে মেসি ১৮৩ টি গোল করেছেন। (হুয়ান আর্জা- ১৮২টি) রেকর্ড#৪৩ প্রতিযোগিতামূলক এবং প্রীতি ম্যাচ মিলিয়ে বার্সেলোনার ইতিহাসের তৃতীয় সেরা স্কোরার মেসি।

(আলকানতারা-৩৬৯, স্যামিটিয়ার- ৩৩৩, সিজার-২৯১) রেকর্ড#৪৪ বার্সেলোনার ইতিহাসে একমাত্র খেলোয়াড় মেসি যিনি এক বছরে ২৩ টি আন্তর্যাতিক গোল করেছেন। রেকর্ড#৪৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে প্রথম খেলোয়াড় মেসি যিনি ২৫টি অ্যওয়ে গোল করেছেন। (রুড ভন নিস্টলরয় ২৪ টি) রেকর্ড#৪৬ স্কটিশ প্রতিপক্ষের বিরুদ্ধে ৪ গোল করা বার্সার দ্বিতীয় খেলোয়াড় মেসি (প্রথম জন Sándor Kocsis.) রেকর্ড #৪৭ লা লিগার ইতিহাসে মৌসুমের প্রথম ১১ ম্যাচে ১৫ গোলের মাইলফলক ছোঁয়া ৮ম খেলোয়াড় মেসি। রেকর্ড #৪৮ এই শতাব্দীতে লা লিগায় মৌসুমের প্রথম ১১ ম্যাচে ১৫ গোল করা একমাত্র খেলোয়াড় মেসি। সর্বশেষ এটা করেছিলেন সিজার, ৬২ বছর আগে ১৯৫০-৫১ মৌসুমে।

রেকর্ড #৪৯ বার্সেলোনার প্রথম খেলোয়াড় মেসি যিনি লা লিগায় মৌসুমের প্রথম ৬টি অ্যওয়ে ম্যাচে ১১ গোল করেছেন। রেকর্ড #৫০ লিওনেল মেসি বার্সার প্রথম খেলোয়াড় যিনি মায়োর্কার বিরুদ্ধে ৬টি অ্যওয়ে গোল করেছেন। (ক্লুইভার্ট ৫ টি ) রেকর্ড #৫১ লিওনেল মেসি লা লিগার ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি মায়োর্কার বিরুদ্ধে ১১ গোল করেছেন। (টামুডু- ১০ টি) রেকর্ড #৫২ এক ক্যালেন্ডার বছরে পেলের করা ৭৫ গোলের(১৯৫৮) রেকর্ড ভেঙ্গেছেন মেসি সর্বশেষ ম্যাচে মায়োর্কার বিরুদ্ধে, বছরে তার ৭৬তম গোল করে। রেকর্ড#৫৩ গোল+এসিস্ট মিলিয়ে এক ক্যালেন্ডার বছরে একমাত্র খেলোয়াড় হিসাবে ৯৮ টি গোলে অবদান রেখেছেন মেসি।

অবসর নিতে নিতে না জানি কত রেকর্ড করবেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.