আমাদের কথা খুঁজে নিন

   

অধিনায়ক হয়েই ঢাকায় আসছেন লিওনেল মেসি

দিয়ে ছিলে যা নিয়ে নিতে পার, লেখা কবিতা গাওয়া গান যত, খুজে দেখো না পাবে না কেউ আমার মত... লিওনেল মেসিকে অধিনায়ক করে নাইজেরিয়ার বিপক্ষে ঢাকায় প্রীতি ম্যাচ খেলার জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার নতুন কোচ অ্যালেহান্দ্র সাবেলা। কার্লোস তেভেজকে দলে রাখেননি তিনি। ৬ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। বাংলাদেশে আসার আগে কলকাতায় ২ সেপ্টেম্বর দক্ষিণ আমেরিকার আরেক দেশ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই প্রীতি খেলা দু'টিকে সামনে রেখে এই দল ঘোষণা করা হয়।

২০১১ সালের কোপা আমেরিকায় ব্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন কোচ সার্জিও বাতিস্তা। তার জায়গায় বসেন সাবেলা। কোপায় ব্যর্থতার দ্বিতীয় কোপটা পড়লো তেভেজের ওপর। সামর্থ্যরে ছিটেফোঁটাও মাঠে দেখাতে পারেননি তেভেজ। তারওপর ম্যানচেষ্টার সিটির সঙ্গে মন কষাকষির পর্ব চলছেই।

ইস্ট লন্ডনের দলটিতে থাকবেন কি থাকবেন না, এখনও মনস্থির করে উঠতে পারেননি তিনি। তাই তাকে বাইরে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। মেসি ছাড়াও আক্রমণভাগে আছেন গঞ্জালো হিগুইন ও ম্যান সিটির নতুন 'তারকা' সার্জিও অ্যাগুয়েরো। তারকা খেলোয়াড়দের কমবেশি সবাই আছেন দলে। দল: সার্জিও রোমেরো, এস্তেবান আন্দ্রাদা, মারিয়ানো আন্দুজার, মার্টিন ডেমিকেলিস, ফেদেরিকো ফার্নান্দেজ, নিকোলাস বুর্দিসো, এজেকুয়েল গ্যারে, নিকোলাস ওটামেন্ডি, পাবলো জাবালেতা, ক্রিস্টিয়ান আনসালদি, নিকোলাস পারেজা, মার্কাস রোজো, আঞ্জেল ডি মারিয়া, হাভিয়ের মাসেচেরানো, এভার বানেগা, রিকার্ডো আলভারেজ, ফ্যাবিয়ান রিনাউদো, জোনাস গুতিরেজ, হাভিয়ের পাস্তোরে, লুই গঞ্জালেস, হোসে সোসা, গঞ্জালো ইিগুইন, লিওনেল মেসি, এদোয়ার্দো সালভিও, সার্জিও অ্যাগুয়েরো ও লিসান্দ্রো লোপেজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.