Khan IT Source
অভাবের একটা দিন
জানালা বেয়ে রোদ চুইয়ে পরে।
আলসেমির সকাল,
কিছুই দেখা যায় না, ঝাপসা হয়ে আসে সব।
খাবার প্লেট, প্রচীন আসবাব
এলোমেলো চাদরে মশা লেপ্টানো দাগ,
সস্তা লিপ্ষ্টিকের খয়েরি আচর ঠোটে
শুকনো যৌন মূঢ়ত বীর্য অনুদ্দিষ্ট-তে।
অভাবের আর একটা দিন।
জং ধরা সংসার আর আমি রয়ে গেছি,
তুমি চলে গেলে অভাব আর আমাকে ফেলে।
কোথাও অনুদ্দেশে নতুবা স্বর্গোরোহণে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।