আমাদের কথা খুঁজে নিন

   

অভাব কখনও শেষ হয় না, অভাবের ধরনটা পাল্টায় মাত্র

গভীরে যেতে চাই, অনেক গভীরে, যেখানে সুন্দর একটা মন থাকে আমরা অনেক সময় ধারনা করি এ কাজটি হলে আমার আর কিছু চাওয়ার নেই। আমাদের এ ধারনাটি কি সত্যি ? আমি বলবো না, অর্থনীতির ভাষায় অভাব অসীম, অভাব যে অসীম তা প্রমাণের জন্য আপনাকে অন্য কোথাও যাওয়ার দরকার হবে না। নিজেকে দিয়েই প্রমান করুন। আজ আপনি যে জিনিসটি চাইছেন তা যদি পেয়ে যান, ঠিক তখনই আরেকটি জিনিসের অভাব আপনার সামনে এসে হাজির। ধরুন আপনি একটি একতলা বাড়ি তৈরি করতে চান, ঠিক এ মুহূর্তে বাড়িটি তৈরী করার জন্য আপনার সামর্থ্য নেই।

পরবর্তীতে কোন সময় যেভাবেই হোক আপনার বাড়িটি তৈরী করে ফেললেন। বাড়িটি তৈরী করার পর সন্তুষ্টি প্রকাশ করলেন, আমার আর কিছু চাওয়ার নেই। সত্যি কি তাই ? আমি বলবো, অবশ্যই না। আমি নিশ্চিত, এর কিছু দিনের মধ্যেই আপনার ভেতর আরেকটি সুপ্ত বাসনা জন্ম নিয়েছে, সেটি হলো দ্বিতীয় তলাটা তৈরী করার। অথবা বাড়ি হলো এবার একটা গাড়ি হলে আর কিছু চাই না আমার।

এটা শুধু আপনার বেলায় নয়, সবার মধ্যেই এমন প্রবনতা লক্ষ করা যায়। ইচ্ছা, আশা, আকাঙ্খা সব মানুষের মধ্যেই বিরাজমান। ইচ্ছা, আশা, আকাঙ্খা আছে বলেই আমরা এখনো বেঁচে আছি। আর এই ইচ্ছা,আশা.আকাঙ্খা থেকেই অভাবের উৎপত্তি। অভাবের ধরনটা প্রত্যেকের ক্ষেত্রে এক রকম নাও পারে।

এটা শুধু বস্তুগত নয়, অবস্তুগতও হতে পারে। অবস্তুগত বলতে য়শ.খ্যাতি, প্রভাব, প্রতিপত্তির ক্ষেত্রেও হতে পারে। আমরা অনেক সময় বলি, লোকটি লোভী, তার চাহিদার শেষ নেই। আসলে এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। অভাবের পরিসমাপ্তি তখনই ঘটবে, যখন আমোদের মৃত্যু হবে।

সব চাওয়া-পাওয়ার হিসাব মিটে গেলে তো জীবনটাই শেষ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।