কবিতা: নষ্টালজিয়া
-এম জসীম
বিবেকের তীক্ষ্ম চোখগুলো এখন
মৃত আত্মাদের মত ঘুমিযে আছে পুরনো কবরে
তবু শিশুর প্রসন্নতা নিয়ে আকাশ জেগে থাকে
এর নামই বুঝি উদারতা
অথচ মানুষের উদারতা নেই
কি বিচিত্র মানব জনম!
একদিন স্বপ্নের অলিন্দে রাতভর হাঁটছি
সূক্ষ্ম কারুকাজ রেশমের গালিচায় হাঁটছি অবিরাম....
হঠাৎ পান্না মোড়ানো এক মন্দিরে পৌঁছে গেলাম
সেখানে কেউ নেই
কেবল কবরের নিস্তব্ধতা চারপাশে
অথচ এমন একটি প্রেমসৌধ নির্মাণে
নিরন্তর দু:খ সয়েছে জীবন ।
আবার জেগে উঠি, ভাবি
জীবনটাকে যদি গোড়া থেকে শুরু করা যেত ......
স্মৃতির ঘরের বন্ধ জানালা খুলে শুধু অপোয় থাকি উজ্বল দিনের !
- এম জসীম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।