আমাদের কথা খুঁজে নিন

   

অলীক বাস্তব

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

মনে পড়ে? বালুচরে, পাতিকাক সারাদিন ঘুরপাক, রোদে পুড়ে খাক। রোদেলা রাত, পূর্ণিমার চাঁদ কিছু আলোপোকা খায় ধোঁকা চাঁদের সাথে মিতালী করে। রাস্তা ফাঁকা পথটা বাঁকা তার পরও সোজা হাঁটা। আস্তে চল স্ফটিক জল ঝড়ে পরে সবুজ পাতা। ঝাপসা আলো হালকা কালো, বন্ধ চোখ রংহীন বুদ বুদ, আলতো ঠোঁট অলীক বাস্তব। অলীক বাস্তব কাকতাড়ুয়া এবং একটি শালিক ছবিস্বত্ব: অন্যরকম অ.ট.: পরীক্ষামূলকভাবে প্রকাশিত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।