তুমি অবাস্তব অলীক সত্যের লেশমাত্র নেই তোমার গায় তুমি ভ্রম মরীচিকা আমার মানসপটে লিখা অসম্ভব আলোকবর্তিকা যার পানে ছুটে বিব্রত আমি সময়ের অপচয়ে চরম বিব্রত তাই ছিলাম নিরুপায় হয়তো তোমার কামনায় তীব্র চাওয়ায় লোভলালসায় সম্বিত ফিরে দেখি কোন সময় নাই আর আমি ধ্বংসের সীমানায় নাচের এই জলসাঘরে পরে ছিলেম নেশার ঘোরে আলোকরাঙা ভরদুপুরে নকশী কাথা গায় জড়িয়ে কি পেলাম কি হারালাম প্রাপ্তি ছিল শূণ্যের কোঠায় হারিয়েছিলাম জগতজোড়াই তুমি অলীক অবাস্তব প্রতিবিম্ব তোমার পিছু ছুটতে গিয়ে পেয়েছিলাম অশ্বডিম্ব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।