মনটা চায়
উড়ে যেতে;
পাখির মত
ঘুরতে পথে।
হাওয়ায় হাওয়ায়
লেজ নাড়িয়ে;
সবার চোখে
তাক লাগিয়ে...
উড়ু পথে
ডিগবাজি দিয়ে;
শিকারীর চোখ
ধাধিয়ে।
জীবন তরে
চলতি পথে;
রঙ্গিন নায়ের
সুতো গেঁথে,
যাব, হেথা দূর...
যেথায় আছে,
সবাই নবপুর । । ।
মনটা চায়
নদী হতে;
এঁকে বেঁকে
চলে যেতে।
খলখলিয়ে
ঢেউ তুলিয়ে;
মাছের সাথে
মন ভুলিয়ে...
সবার চোখ
রাঙিয়ে;
উঠতাম আমি
লাফিয়ে।
যখন খুশি
স্রোত থামিয়ে;
মনের সাথে
রঙ মিশিয়ে,
করতাম, আমি খেলা...
এইভাবে কাটত,
আমার সারাবেলা । । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।