আমাদের কথা খুঁজে নিন

   

অলীক

নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে

আজকাল খুব দুরে কোথাও যেতে ইচ্ছে করে! যে দুরত্ব আমাকে বলবে -দু:খিত! যার ভাবনা আপনার হৃদয় এবং মস্তিস্ককে নি:সাড় করে রাখে সেখানে এই মুহুর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন! বিস্মৃতি! ভরিয়ে তোলো অপেক্ষার অতল এই গহ্বর, গহীন গভীরে যার শুধু নৈ:সঙ্গের কলতান! খুব দুর! তুমি হাত ধরো এই ব্যাথিত সময়ের! যত দুরে তুমি যাবে নিয়ে, আমি চলে যাবো তুমি শুধু বলো, কতদুরে গেলে আমি কোনোদিন আর হবোনা তার? কতদুরে গেলে আমার হৃদয়ের নাগাল পাবে না অতল অপেক্ষার জাগতিক ঈথার? ৩০/০৭/২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।