আমি আজ এসেছি এইখানে..মানব হয়ে
তুমি ফেরো আর না ফেরো
আমার সামনে এখন অনন্ত সময়-ব্যথিত বাতাসে
বয়ে যায় মরুর সুবাস; প্রতীক্ষিত মেঘের মত
উদার অসীম হয়ে হৃদয়ে মেলাবো বলে; তোমার হৃদয়।
নক্ষত্রের বুকে হাত রেখে
আকাশের বিছানায় শুয়ে আছি-আকাশ হয়ে
উত্থিত কান্নার মত বুকে বাজে দেমোস্থেনেসের বাগ্মিতা।
দেয়ালে দেয়ালে ফ্রেস্কোর ধ্বংসাবশেষ; এখনো
তোমার মুখের আদল এঁকে দেয়- স্মৃতিতেঃ
আর্গোনৌতেসদের মত এই বর্তমানে
খুঁজি তোমায় স্বর্নাভ ভেড়ার লোমে; অতঃপর
আমি যীশু আমি মুসা আমি মুহাম্মাদ; আমি আদম
ঈভের স্তন পিয়াসু এই বঙ্গে; বালিকা
তোমার জীয়ন ঠোঁটে রাখি পাথুরে ঠোঁট।
তোমার নিকট বাপ্তিস্ম গ্রহণের আশায়
আমি যাই গালিল প্রদেশে; কবিতার শরীর আঁকি
পোম্পেই'র নারীর দাহ্য যোনীতে।
প্রাগৈতিহাসিক গণিতের সূত্রে খুঁজি
তোমাকে পাওয়ার থিয়োরী; মনুষ্যপুত্ররা নিরবিচ্ছিন্ন
তোমাকে চেয়েছে, পেয়েছে কি কেঊ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।